প্রথমবার জোড়া মহিলা বিধায়ক পেল নাগাল্যান্ড

এবারের বিধানসভা নির্বাচনে নাগাল্যান্ডে মোট চারজন মহিলা প্রার্থী ছিলেন। তাঁদের মধ্যে জিতে নজর কেড়েছেন জাখালু ও ক্রুস

Must read

প্রতিবেদন : এতদিন নারী বর্জিত ছিল নাগাল্যান্ড বিধানসভা। এবার সেই অভাব পূরণ হল। নাগাল্যান্ডে মোট ভোটারের প্রায় ৫০ শতাংশই মহিলা। অথচ উত্তর-পূর্বের এই রাজ্যে এতদিন কোনও মহিলা বিধায়ক ছিল না। বৃহস্পতিবার এক অভূতপূর্ব ইতিহাস তৈরি হল নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে। ১৯৬৩ সালে তৈরি হয়েছিল উত্তর-পূর্বের এই রাজ্য। তারপর এই প্রথম কোনও মহিলা বিধায়ক পেল নাগাল্যান্ড। একসঙ্গে জয়ী হলেন দুই মহিলা। দুই মহিলা প্রার্থীই শাসকদল এনডিপিপির সদস্য।

আরও পড়ুন-যৌথ ঘোষণাপত্র হল না

এবারের বিধানসভা ভোটে নাগাল্যান্ডে প্রথম মহিলা প্রার্থী হিসাবে জয়ী হন হেকানি জাখালু। পরে দ্বিতীয় প্রার্থী হিসাবে জয় তুলে নেন সালাহাউতুওনুও ক্রুস। জাখালু জয়ী হয়েছেন ডিমাপুর-৩ আসনে। অন্যদিকে ক্রুস জয়ী হয়েছেন পশ্চিম আঙ্গামি কেন্দ্রে। নবনির্বাচিত বিধায়ক জাখালু দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং এখন সেখানকার অধ্যাপক। উচ্চশিক্ষা করেছেন আমেরিকায়। সানফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইনের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। হাভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামেও তিনি যুক্ত ছিলেন। প্রথমবার বিধায়ক নির্বাচিত হওয়ার পর জাখালু বলেছেন, গোটা রাজ্য তথা তাঁর নিজের নির্বাচনী এলাকার তরুণ-তরুণীদের প্রতি তাঁর বিশেষ নজর থাকবে। যুব সম্প্রদায়কে কীভাবে কাজে লাগানো যায় সেবিষয়ে তিনি বিশেষ দৃষ্টি দেবেন। পাশাপাশি একজন মহিলা হিসেবে তিনি মহিলাদের অধিকার রক্ষার জন্য লড়াই করবেন। তাঁর এই জয়কে প্রথম যুদ্ধ জেতা বলে উল্লেখ করেছেন জাখালু। একইসঙ্গে তিনি মন্ত্রিত্ব পাবেন বলেও আশাবাদী। সমাজসেবী হিসেবে ইতিমধ্যেই তিনি নারীশক্তি পুরস্কারও পেয়েছেন।

আরও পড়ুন-মেঘালয়ে বিজেপির চেয়ে বেশি তৃণমূল

অন্যদিকে ক্রুস একজন স্থানীয় হোটেল মালিক। একইসঙ্গে সমাজকর্মী হিসাবেও গোটা রাজ্যে তাঁর পরিচিতি রয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে নাগাল্যান্ডে মোট চারজন মহিলা প্রার্থী ছিলেন। তাঁদের মধ্যে জিতে নজর কেড়েছেন জাখালু ও ক্রুস।

Latest article