মেসির হাতেই ব্যালন ডি’অর, বলছেন লেয়নডস্কি

ট্রফিটা শেষ পর্যন্ত জিতেছিলেন ফরাসি তারকা করিম বেঞ্জেমা। তবে আগামী বছরের ব্যালন ডি’অর পুরস্কার মেসির হাতেই দেখছেন রবার্ট লেয়নডস্কি

Must read

বার্সেলোনা : রেকর্ড গড়ে সাতবার ব্যালন ডি’অর জিতেছেন। কিন্তু এই বছর পুরস্কারের দৌড়ে থাকা ৩০ জনের প্রাথমিক তালিকাতেই নাম ছিল না লিওনেল মেসির! ট্রফিটা শেষ পর্যন্ত জিতেছিলেন ফরাসি তারকা করিম বেঞ্জেমা। তবে আগামী বছরের ব্যালন ডি’অর পুরস্কার মেসির হাতেই দেখছেন রবার্ট লেয়নডস্কি।

আরও পড়ুন-এমপি কাপ ফাইনালে মল্লিকপুর

পাশাপাশি সদ্যসমাপ্ত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপেকেও দৌড়ে রেখেছেন লেভা। প্রসঙ্গত, এমবাপে ৮ গোল করে সোনার বুট জিতেছেন। অন্যদিকে, মেসি সাত গোলের পাশাপাশি চারটে অ্যাসিস্ট করে বিশ্বকাপের সেরা ফুটবলার হয়ে সোনার বল জিতেছেন। আর্জেন্টিনাকে বিশ্বকাপও জিতিয়েছেন। লেয়নডস্কি বলছেন, ‘‘মেসির সঙ্গে এমবাপেও দৌড়ে থাকবে। তবে ব্যবধান গড়ে দেবে বিশ্বকাপ ট্রফিটা। ব্যালন ডি’অর জেতার জন্য মেসিই ফেভারিট। কারণ ও কাপ জিতেছে। এমবাপে যেটা পারেনি।’’ মজার ব্যাপার, ২০২০ সালে করোনা অতিমারির কারণে ব্যালন ডি’অর পুরস্কার বাতিল হয়ে গিয়েছিল। সেবার এই ট্রফির বড় দাবিদার ছিলেন লেয়নডস্কি নিজেই।

Latest article