হেরে সমর্থকদের ক্ষোভের মুখে মেসি

এর পাঁচ মিনিটের মধ্যেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির আশরাফ হাকিমি। ফলে ম্যাচের বাকি সময় ১০ জনে খেলতে হয়েছে পিএসজিকে

Must read

প্যারিস, ১ মে : প্যারিস থেকে কি মন উঠে গিয়েছে লিওনেল মেসির? রবিবার রাতে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে লঁরিয়ার কাছে ১-৩ গোলে হেরেছে পিএসজি। মাঠ ছাড়ার সময় সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে মেসি, কিলিয়ান এমবাপেদের। এদিন মেসিরা যে হতাশাজনক ফুটবল খেলেছেন, তাতে সমর্থকদের ক্ষুব্ধ হওয়াই স্বাভাবিক।

আরও পড়ুন-শেষ ষোলোয় আলকারেজ

খেলার শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যেই পিছিয়ে পড়েছিল পিএসজি। লঁরিয়ার হয়ে গোল করেন মিডফিল্ডার এনজো লে ফি। এর পাঁচ মিনিটের মধ্যেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির আশরাফ হাকিমি। ফলে ম্যাচের বাকি সময় ১০ জনে খেলতে হয়েছে পিএসজিকে। যদিও ২৯ মিনিটেই বিপক্ষ গোলকিপারের ভুলে ম্যাচ ১-১ করে দিয়েছিলেন এমবাপে। কিন্তু ৩৯ মিনিটে ডারলিন ইয়োঙ্গার গোলে ফের পিছিয়ে পড়ে পিএসজি। দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফিরতে পারেননি মেসিরা। উল্টে ৮৮ মিনিটে লঁরিয়ার হয়ে তিন নম্বর গোলটি করে পিএসজির হার নিশ্চিত করে দেন বাম্বা ডিয়েং। গোটা ম্যাচ খেললেও, চূড়ান্ত হতাশ করেছেন মেসি। পরিংখ্যান বলছে, ম্যাচে মোট ১০ বার ড্রিবল করার চেষ্টা করে মাত্র দু’বারই সফল হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। বিপক্ষের গোলে একবারও শট নিতে পারেননি! দলের এই জঘন্য পারফরম্যান্সে ক্ষুব্ধ পিএসজি কোচ ক্রিস্তভ গালতিয়েরও। তিনি বলেন,‘‘শেষ কয়েকটা ম্যাচে আমরা নিজেদের সেরা ফুটবলের ধারেকাছেও পৌঁছতে পারিনি। এটা অত্যন্ত হতাশাজনক।’’

Latest article