মেট্রো ডেয়ারি মামলা খারিজ

তিনি আদালতে জানান, রাজ্য সরকারি মেট্রো ডেয়ারি লিমিটেডের ৪৭ শতাংশ অংশীদারিত্ব বিক্রির ঘটনায় ব্যাপক দুর্নীতি হয়েছে।

Must read

প্রতিবেদন : মেট্রো ডেয়ারি মামলায় মুখ পুড়ল বহরমপুরের সাংসদ অধীর চৌধুরির। তাঁর করা মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তরে দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন অধীর। তিনি আদালতে জানান, রাজ্য সরকারি মেট্রো ডেয়ারি লিমিটেডের ৪৭ শতাংশ অংশীদারিত্ব বিক্রির ঘটনায় ব্যাপক দুর্নীতি হয়েছে।

আরও পড়ুন-নেই-রাজ্যের নৈরাজ্য

অধীরের অভিযোগ ছিল, কোনও নিয়ম-নীতির তোয়াক্কা না করে, একেবারে জলের দরে শেয়ার বেচে দিয়েছিল রাজ্য সরকার। এর আগে একই দাবিতে কলকাতা হাইকোর্টেও মামলা করেছিলেন অধীর। সেই মামলায় বিশেষ মাত্রা পেয়েছিল, বর্ষীয়ান কংগ্রেস নেতা, প্রাক্তন অর্থমন্ত্রী তথা আইনজীবী পি চিদম্বরমের সওয়াল ঘিরে। গত মে মাসে রাজ্য সরকারের হয়ে সওয়াল করতে এসে বাধার মুখে পড়তে হয় চিদম্বরমকে। হাইকোর্ট পাড়ায় তাঁকে কালো পতাকা দেখানো হয়। এরপর আর চিদম্বরম আর আসেননি মামলা লড়তে। তবে সেই মামলাও হাইকোর্টে খারিজ হয়ে যায়। তারপরে সুপ্রিম কোর্টে যান অধীর। কিন্তু সেখানেও ধাক্কা খেলেন কংগ্রেস নেতা।

Latest article