দলের নির্দেশ, উৎসবে পাশে থাকুন

আগামী বছরের শুরুতেই পঞ্চায়েত নির্বাচন। তাই এখন থেকেই দলকে রাস্তায়-মাঠে-ঘাটে থাকার কথা বলছেন দলীয় নেতৃত্ব৷

Must read

প্রতিবেদন : তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব উৎসবের মরশুমকে জনসংযোগের জন্য যত বেশি সম্ভব কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন দলের সাংসদ-বিধায়ক সহ সর্বস্তরের জনপ্রতিনিধিদের। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পদাধিকারীদেরও আসন্ন দুর্গাপুজো সহ গোটা উৎসবের মরশুমে যত বেশি সম্ভব মানুষের সঙ্গে মিশতে, উৎসবে শামিল হতে বলা হয়েছে।

আরও পড়ুন-মেট্রো ডেয়ারি মামলা খারিজ

যত বেশি সম্ভব পুজোর উদ্বোধন – সাংস্কৃতিক অনুষ্ঠান-পাড়ার অনুষ্ঠানে যাতে মন্ত্রী-বিধায়ক-সাংসদ- সাংগঠনিক ও স্থানীয় নেতৃত্ব উপস্থিত থাকেন তাতে জোর দেওয়া হয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই নির্দেশ দিয়েছেন, বিধায়করা এবার পুজোয় নিজেদের এলাকার বাইরে যেতে পারবেন না। একান্তই বিশেষ কোনও প্রয়োজনে এলাকার বাইরে যেতে হলে দলকে জানিয়ে যেতে হবে। এবার উৎসবের মরশুম বলে জনপ্রতিনিধিরা ঘরে বসে ছুটি কাটান তা চাইছে না শীর্ষ নেতৃত্ব। আগামী বছরের শুরুতেই পঞ্চায়েত নির্বাচন। তাই এখন থেকেই দলকে রাস্তায়-মাঠে-ঘাটে থাকার কথা বলছেন দলীয় নেতৃত্ব৷

আরও পড়ুন-নেই-রাজ্যের নৈরাজ্য

শুধুমাত্র নির্বাচনের সময় নয়, সারাবছর সুখে দুঃখে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্ব মানুষের পাশে তাঁদেরই একজন হয়ে থাকে সেই বার্তাই আরও বেশি করে দিতে চাইছেন দলের শীর্ষ নেতৃত্ব। পুজোর পর দলের শীর্ষ নেতৃত্ব আবার জোরকদমে জেলা সফর শুরু করবেন।

Latest article