পুজোর মধ্যে হাওড়া ময়দান থেকে মেট্রো চালু

এই বছরেই পুজোর আগে বা পুজোর পরে হাওড়া ময়দান (Howrah Maidan Metro) থেকে চালু হয়ে যাচ্ছে মেট্রো (Metro Rail) পরিষেবা

Must read

এই বছরেই পুজোর আগে বা পুজোর পরে হাওড়া ময়দান (Howrah Maidan Metro) থেকে চালু হয়ে যাচ্ছে মেট্রো (Metro Rail) পরিষেবা। এই স্টেশনে ২০ থেকে ২৫ মিনিট ছাড়া প্রতি মেট্রো থেকে কমপক্ষে আড়াই হাজার যাত্রী নামবেন বলে মনে করা হচ্ছে। হাওড়া ময়দান চত্বরে এই এই পরিমান মানুষের সমাগমে কীভাবে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হবে বা পার্কিং কিভাবে থাকবে সেই নিয়ে পরিকল্পনা ও সার্ভে শুরু করে দিল হাওড়া জেলা প্রশাসন। হাওড়া ময়দানে মেট্রো স্টেশন ও আশেপাশের এলাকা পরিদর্শন করলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি, হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী-সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা।

আরও পড়ুন-বাংলায় ঢুকছে বর্ষা, শুক্রবার বৃষ্টিতে ভিজেছে মহানগরী

সোম ও মঙ্গলবার কাজের দিন মঙ্গলাহাট থাকে। হাওড়া ময়দান চত্বরে ভিড় সামলাতে মঙ্গলাহাটকে শনি ও রবিবার করা যায় কি না সেই নিয়ে শুক্রবার হাওড়া পুরসভায় হাট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। জেলা প্রশাসনের তরফে সুজয়বাবু হাট ব্যবসায়ীদের সঙ্গে এই বৈঠক করেন।

Latest article