প্রতিবেদন : অপেক্ষা করতে হবে আরও অন্তত একটা বছর। তারপরেই গঙ্গার নিচে রোমাঞ্চকর মেট্রো-ভ্রমণ। তবে এর ট্রায়াল রান বোধহয় আর খুব দূরে নয়। মাস কয়েকের মধ্যেই পরীক্ষামূলকভাবে চালানো হবে জলের নিচের মেট্রো। এবং সেটা হতে চলেছে পুজোর আগেই। খবর সেরকমই। এই ট্রায়াল রান সফল হলেই চূড়ান্ত প্রস্তুতির পালা হাওড়া ময়দান-এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো চলাচলের। এই রুটেই পড়বে দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন, হাওড়া এবং মহাকরণ।
আরও পড়ুন-পাচারের আগে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ
কিন্তু হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো ঠিক কবে ছুটবে তা নিয়ে এখনও কাটেনি অনিশ্চয়তার মেঘ। কারণ একটাই, বউবাজার। পরপর দু’বার গুরুতর বিপর্যয়ের পরে এখনও স্বাভাবিক ছন্দ ফিরে পায়নি এখানকার নির্মাণকাজ। জটিলতা রয়ে গিয়েছে এখনও। কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড দ্রুত সমাধানের রাস্তা খুঁজে বের করার চেষ্টা করলেও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। তবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে দু’দিকেই অনেকটাই এগিয়ে গিয়েছে লাইন পাতার কাজ। এগিয়ে গিয়েছে ইলেক্ট্রিফিকেশনের কাজও। কিন্তু সেক্টর ফাইভ পর্যন্ত হাওড়া ময়দানের মেট্রো ভ্রমণের অভিজ্ঞতা অর্জনের জন্য অপেক্ষা করতে হবে কমপক্ষে সামনের বছরের শেষাংশ পর্যন্ত।