পরিবেশ রক্ষা করে মেট্রো চলবে সৌরবিদ্যুতে

Must read

প্রতিবেদন: পরিবেশ বাঁচাতে কার্বন নিঃসরণ কমানো নিয়ে একমত বিশেষজ্ঞরা। এই লক্ষ্যে বাড়ছে সোলার বা সৌরবিদ্যুতের (Solar Power- Metro) ব্যবহার। পরিবেশ বাঁচাতে এবার সৌরবিদ্যুৎ উৎপাদনে নজর দিয়েছে মেট্রো রেলওয়ে। সৌরবিদ্যুৎ উৎপাদনে মেট্রো রেল বিভিন্ন জায়গায় এরই মধ্যে সোলার পাওয়ার প্ল্যান্ট বসিয়েছে। মেট্রোর পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে মেট্রো সবমিলিয়ে ২১৮৯.৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করছে। নর্থ-সাউথ মেট্রোর নোয়াপাড়া, দমদম, মহানায়ক উত্তমকুমার, কবি সুভাষ স্টেশনে এরই মধ্যে সবমিলিয়ে ৬৫৭ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ (Solar Power- Metro) উৎপাদনের প্ল্যান্ট বসানো হয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর সল্টলেক সেক্টর ফাইভ, সেন্ট্রাল পার্ক স্টেশন ও সেন্ট্রাল পার্ক ডিপো মিলিয়ে মোট ১৫১৯ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ উৎপাদনের প্ল্যান্ট কাজ করছে। এছাড়াও পিপিপি মডেলে মেট্রোর তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালেও একটি ১৩.৫ কিলোওয়াটের আরও একটি প্ল্যান্ট বসানো হয়েছে। এই প্ল্যান্ট বসানোর জন্য মূলত মেট্রোর নিজস্ব ভবনের ছাদগুলিকে ব্যবহার করা হচ্ছে। সংস্থার আশা, ২০২৩-২৪ সালের শেষে মেট্রোর সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২,৭৯২ কিলোওয়াটে পৌঁছে যাবে। মেট্রোর আশা এই ভাবেই ২০৩০ সালের মধ্যে ভারতীয় রেল কার্বন নিঃসরণে যে নিট জিরো-র যে লক্ষ্যমাত্রা নিয়েছে সেই লক্ষ্যে পৌঁছানো যাবে।

Latest article