মন্ত্রীর উদ্যোগে চালু বন্ধ মিল

Must read

সংবাদদাতা, হুগলি : শ্রমমন্ত্রী বেচারাম মান্নার প্রচেষ্টায় ছয় মাস ধরে বন্ধ থাকা ত্রিবেণীর ঐতিহ্যবাহী কেশোরাম রেয়ন কারখানা অবশেষে চালু হল। ফলে ফের কাজ ফিরে পেতে চলেছেন এখানকার প্রায় তিন হাজার শ্রমিক। উল্লেখ্য, এই কারখানায় গত ২২ জুন থেকে পুরো রেয়ন প্ল্যান্ট, রাসায়নিক বিভাগ, টিস্যু পেপার প্ল্যান্ট নোটিশ জারি করে লকডাউন করে দেওয়া হয়। বুধবার ম্যানেজমেন্টের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— ‘‘সমস্ত কর্মী/কর্মচারীদের আনন্দের সঙ্গে জানানো হচ্ছে যে ২১ ডিসেম্বরের দ্বিপাক্ষিক বৈঠকে কারখানার ব্যবস্থাপক ও ইউনিয়ন প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

আরও পড়ুন : কলকাতা জয়ের উচ্ছ্বাস ত্রিপুরায়

সেই চুক্তিতে বলা হয়েছে, ২২ ডিসেম্বর সকাল সাড়ে ৬টা থেকে কারখানার সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ তুলে নেওয়া হয়েছে কাজের শর্তাবলি বিবেচনায় রেখে। কর্মীরা তাঁদের স্বাভাবিক শিফটে নিজ নিজ দায়িত্বে রিপোর্ট করবেন। স্থায়ী এবং প্রতিস্থাপন কর্মীরা পর্যায়ক্রমে তাদের নিজ নিজ দায়িত্বে রিপোর্ট করবেন, যা পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে যথাসময়ে অবহিত করা হবে।’’ কারখানা খোলার খবরে এলাকার শ্রমিক মহলে ব্যাপক খুশির জোয়ার দেখা দেয়। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারখানাটির এলাকার অর্থনীতিতে বড় ভূমিকা রয়েছে। শুধু কারখানার শ্রমিকরা নন, আশপাশের বহু দোকানদার এবং ছোট ছোট ব্যবসায়ীরাও এই কারখানাটির উপর নির্ভরশীল।

Latest article