বরাত পেয়ে প্রাণ ফিরল পাওয়ারলুমের

Must read

শ্যামল রায়, শান্তিপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পড়ুয়াদের পোশাক তৈরির পাইলট প্রকল্পের কাজ শুরু হল। শান্তিপুর এলাকায় রয়েছে প্রায় ১২টি উন্নত পাওয়ার লুম। এইসব পাওয়ার লুমে শুরু হয়েছে কাপড় তৈরির কাজ । প্রশাসন সূত্রে খবর, শুধু নদিয়ায় পাঁচ লক্ষ পড়ুয়াকে পোশাক দিতে খরচ হয় ৩৩ কোটি টাকা। ভিনরাজ্য থেকে কাপড় আসায় খরচ বেশি । এবার সমস্যা মিটবে। সূত্রের খবর, সম্পূর্ণভাবে কাজ শুরু হলে রাজ্যের বিভিন্ন পাওয়ার লুমে প্রতি বছর সাড়ে ৬ কোটি মিটার কাপড় তৈরি হবে। পাশাপাশি জেলার প্রতিটি ব্লকে একটি করে গার্মেন্ট হাব তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর ফলে আগামী বছরের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় ৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রক্ষা পেলেন একাধিক শ্রমিক ,গাফিলতির জন্যই দুর্ঘটনা

উল্লেখ্য, নদিয়ায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প কর্মসংস্থানের উপর জোর দিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের কাছে বার্তা দিয়েছিলেন। খুশি ব্যবসায়ী মহল। সেই সূত্র ধরে শান্তিপুর এলাকায় পোশাকের জন্য সরকারি উদ্যোগে পাওয়ার লুম এবং হ্যান্ডলুমে তৈরি হবে পড়ুয়াদের স্কুল ড্রেসের কাপড়। এর ফলে ভিনরাজ্য থেকে আর কাপড় কিনতে হবে না। শান্তিপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণব মুখোপাধ্যায় জানিয়েছেন, স্কুলপড়ুয়াদের পোশাক তৈরির ক্ষেত্রে রাজ্য সরকারের তন্তুজ বিভাগ সুতো সরবরাহ করবে। সেই সুতো দিয়ে মেশিনে কাপড় তৈরি হবে। সেই কাপড় রাজ্য সরকার কিনে নেবে এবং ওই কাপড় দিয়ে স্কুলপড়ুয়াদের পোশাক তৈরির জন্য গার্মেন্ট সোসাইটির হাতে তুলে দেওয়া হবে। এবং গার্মেন্ট সোসাইটিগুলি কাপড় দিয়ে পড়ুয়াদের পোশাক তৈরি করবে।

Latest article