সংবাদদাতা, গঙ্গাসাগর :মুখ্যমন্ত্রীর সফরের আগের দিন মঙ্গলবার দিনভর গঙ্গাসাগরের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখলেন বিভাগীয় মন্ত্রী সুজিত বসু। বেলা দশটায় কাকদ্বীপের ৮ নম্বর লটে পৌঁছন তিনি। তারপর লঞ্চে কচুবেড়িয়া যান। সেখানে পুণ্যার্থীদের ব্যবহার জন্য তৈরি জেটি, রাস্তা পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, দমকলের আধিকারিক, অতিরিক্ত জেলাশাসক নীতীশ ঢালি-সহ প্রশাসনিক কর্তারা। কচুবেড়িয়া পয়েন্টে একটি অস্থায়ী ফায়ার স্টেশন তৈরি করা হয়েছে।
আরও পড়ুন-অমিতের সফর বাতিল বেকায়দায় বঙ্গ বিজেপি
সেই স্টেশন সরেজমিনে ঘুরে দেখেন মন্ত্রী। কোথা থেকে কীভাবে প্রয়োজনীয় জল নেওয়া হবে তাও আধিকারিকদের থেকে জেনে নেন। মেলার দিনগুলি তিনি কচুবেড়িয়াতে থাকবেন বলে জানান। এরপর সাগরের স্থায়ী ফায়ার স্টেশন পরিদর্শন করেন তিনি। দুপুরে যান গঙ্গাসাগর মেলার মাঠে। মেলায় দমকলের ব্যবস্থাপনা নিয়ে আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট নেন। ব্যবস্থাপনায় সন্তোষপ্রকাশ করেন। এবারের মেলায় দমকল বিভাগ বেশি করে বাইক ব্যবহার করবে বলে মন্ত্রী জানান। কারণ মেলায় ভিড়ের মধ্যে কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত বাইক নিয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে পারবেন।
আরও পড়ুন-বিকাশের বাড়িতে বিক্ষোভ
বাইকে একইসঙ্গে জল ও ফোম বহন করা যাবে। মুখ্যমন্ত্রীও বেশি বাইক ব্যবহারেরই নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনেই এই ব্যবস্থা বলে জানিয়েছেন দমকলমন্ত্রী। তিনি বলেন, ‘‘বেশি করে বাইক ব্যবহার করা হবে। এবার মেলায় ১১টি অস্থায়ী ফায়ার স্টেশন তৈরি করা হয়েছে। মেলার বিভিন্ন পয়েন্টে সেগুলি তৈরি করা হয়েছে। এছাড়া দমকলের আধুনিক যন্ত্রপাতি নিয়ে মোতায়েন থাকবেন আমাদের কর্মীরা।’’