প্রতিবেদন : পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সংগঠনের (Bengal Employees’ Association- Manas Bhunia) দায়িত্বে এলেন মন্ত্রী ও অভিজ্ঞ নেতা ডাঃ মানস ভুঁইয়া। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে সরকারি কর্মচারী সংগঠনের হাল ধরলেন মানস (Bengal Employees’ Association- Manas Bhunia)। সোমবার সংগঠনের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। আপাতত পাঁচজনের একটি স্টিয়ারিং কমিটি তৈরি করা হয়েছে। প্রতাপ নায়েক, শ্যামল পট্টনায়ক, বারিন ভট্টাচার্য, রণবীর দত্ত, নব্যেন্দু ভট্টাচার্য, এই পাঁচজন সরকারি কর্মচারীদের বিভিন্ন বিষয় দেখবেন। মানস ভুঁইয়া জানালেন, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে আমি এই দায়িত্বভার নিয়েছি। সোমবার কলকাতায় সংগঠনের নেতৃত্বের সঙ্গে বৈঠক হয়েছে। আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব। আজ প্রথম বৈঠকে সাংগঠনিক দিকগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। আগামী দিনে সরকারি কর্মচারীদের পাশে সবসময় আমরা থাকব।
আরও পড়ুন-বাংলার সঙ্গে দ্বিচারিতা করছে কেন্দ্র, অভিযোগ জ্যোতিপ্রিয়র