নিলামে বাংলার ১৪ দল পাওয়া নিয়ে আশায় মন্ত্রী মনোজ

বাংলার ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রীর বেস প্রাইস রাখা হয়েছে ৫০ লক্ষ। ২০১৮ সালে শেষবার আইপিএলে খেলেছিলেন মনোজ।

Must read

প্রতিবেদন : আইপিএলের মেগা নিলামের জন্য মঙ্গলবার বোর্ড যে তালিকা প্রকাশ করেছে, তাতে নাম রয়েছে মনোজ তিওয়ারির। বাংলার ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রীর বেস প্রাইস রাখা হয়েছে ৫০ লক্ষ। ২০১৮ সালে শেষবার আইপিএলে খেলেছিলেন মনোজ। একটা সময় রাজনীতির ময়দানে পা রেখেছিলেন। তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে জিতে তিনি এখন রাজ্যের মন্ত্রী। চলতি মরশুমে বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতে না খেললেও, আসন্ন রঞ্জি ট্রফিতে মাঠে নামতে চলেছেন মনোজ। ফোনে বাংলার প্রাক্তন রঞ্জি অধিনায়ক বললেন, ‘‘আমি সম্পূর্ণ ফিট আছি। আইপিএলে এবার দল বেড়েছে। তাই আশা করছি এবার দল পাব।” লখনউ ফ্র্যাঞ্চাইজি মালিকের পুরনো দল পুণে সুপার জায়ান্টসের হয়ে ২০১৭ আইপিএলে রান করেছিলেন মনোজ। তাই এবার আশা বাড়ছে মনোজের।

আরও পড়ুন-২০২২ কমনওয়েলথ গেমস স্মৃতিদের ম্যাচ দিয়ে ফিরছে ক্রিকেট

এদিকে মনোজ ছাড়াও বাংলার আরও ১৩ জন ক্রিকেটার এবারের আইপিএল নিলামে অংশ নিচ্ছেন। এর মধ্যে জাতীয় দলের দুই সদস্য ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামির বেস প্রাইস যথাক্রমে দেড় ও দুই কোটি। এছাড়াও রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, শ্রীবৎস গোস্বামী, শাহবাজ আহমেদ, ঈশান পোড়েল, সুদীপ চট্টোপাধ্যায়রা। এঁদের মধ্যে শাহবাজ গত
আইপিএলে আরসিবি-র হয়ে বেশকিছু ম্যাচ খেলেছিলেন।

Latest article