প্রতিবেদন : শেষপর্যন্ত ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ল। নরেন্দ্র মোদি সরকারের গোপন পরিকল্পনা ফাঁস করে দিলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। রায়পুরে এক অনুষ্ঠানে প্রহ্লাদ সিং বলেন খুব শীঘ্রই জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন (Population Control Act) আনবে কেন্দ্র। মঙ্গলবার রায়পুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেক ম্যানেজমেন্টের এক অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং। সেখানেই এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, খুব শীঘ্রই জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হবে। অন্যান্য বড় সিদ্ধান্ত সরকার যখন বাস্তবায়িত করেছে তখন এই সিদ্ধান্তও কার্যকর করা হবে। দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ (Population Control Act) না করলে দেশ এগোবে না বলে মত বিজেপি নেতার। আর তা আইন এনেই কার্যকর করতে চায় কেন্দ্র। বিরোধীরা দীর্ঘদিন ধরেই আশঙ্কা প্রকাশ করছেন, মোদি সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনতে পারে। সম্ভবত সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে। সম্প্রতি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরেও জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন চালু করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করে চিঠি দিয়েছিলেন। অন্যদিকে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পক্ষে সওয়াল করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অভিন্ন দেওয়ানি বিধি চালুর দাবি করেছেন রাজ ঠাকরেও। রাজনৈতিক মহলের একাংশের অনুমান, এসব উদ্যোগের লক্ষ্য আসলে দেশের নির্দিষ্ট একটি সম্প্রদায়।
আরও পড়ুন: অসমবাসীর স্বর হয়ে উঠবে তৃণমূলই