সংবাদদাতা, মালদহ : গঙ্গায় জলস্ফীতি বাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে ভাঙন। কেন্দ্রের তরফে মেলেনি সাহায্য। ভাঙনরোধে রাজ্য বরাদ্দ করেছে ৪২ কোটি। মানিকচকের বাঁধ মেরামতের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রবিবার মানিকচকের ভাঙন কবলিত এলাকা পরিদর্শ করলেন রাজ্যে সেচ দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন (Sabina Yeasmin)। এছাড়াও ছিলেন মালদহ জেলাশাসক নীতিন সিঙ্গানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব, সেচ দফতরের নির্বাহী বাস্তুকার উত্তম পাল, বিধায়ক সাবিত্রী মিত্র সহ অন্য আধিকারিকেরা। লঞ্চে করে মন্ত্রী (Sabina Yeasmin) এবং প্রশাসনের কর্তারা মানিকচকের বিভিন্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। নারায়ণপুরে যুদ্ধকালীন তৎপরতায় ৫০ লক্ষ টাকা ব্যায়ে অস্থায়ীভাবে ভাঙন রোধের কাজ শুরু হয়েছে। সেই কাজও খতিয়ে দেখেন তাঁরা। পাশাপাশি মানিকচকের গোপালপুর, ব্রজলালটোলায় ভাঙন রোধের জন্য ২০ কোটি টাকার প্রস্তাব পাঠিয়েছেন সেচ দফতর। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, ৫০ লক্ষ টাকা ব্যায়ে অস্থায়ীভাবে ভাঙন রোধের কাজ শুরু হয়েছে। শুখা মরশুমে স্থায়ীরূপে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হবে।