বাড়িতে গিয়ে সমস্যা শুনে সমাধানের কথা দিলেন মন্ত্রী

Must read

সংবাদদাতা, কাটোয়া : বাড়াতে হবে জনসংযোগ। পৌঁছে যেতে হবে বাড়ি বাড়ি। দ্রুত এলাকার মানুষের সমস্যার সমাধান করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) দলীয় নেতা-কর্মীদের এমনই নির্দশে দিয়েছিলেন। বৃহস্পতিবার বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী। তার আগে তাঁর নির্দেশ মতোই নিজের বিধানসভা এলাকায় প্রতি বাড়িতে যান মন্ত্রী স্বপন দেবনাথ (Minister Swapan Debnath)। মন্ত্রী নিজে খাতা-পেন নিয়ে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার নিজের ২৮নং বুথ ছোট কোবলা থেকে শুরু করে এলাকার বিভিন্ন অঞ্চলে ঘুরলেন। তিনি (Minister Swapan Debnath) দরজায় দরজায় ঘুরে মানুষজনকে বললেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত। তিনি আপনাদের সমস্যা ব্যক্তিগতভাবে জানবেন। সেইসঙ্গে মন্ত্রীর প্রশ্ন, দেশে কোন মুখ্যমন্ত্রী আছেন, যিনি তাঁর রাজ্যের প্রত্যেক বাড়ি পৌঁছে যান? আমরা তাঁর দেখানো পথই অনুসরণ করেছি। বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা মন খুলে বলুন মনের কথা। আমরা শুনব। দ্রুত সমাধান করব। পাশাপাশি তিনি বললেন, ‘নিজে শুধু নয়, আমি স্থানীয় নেতাদেরও বলছি নিজের বুথে যান। প্রত্যেক বাড়িতে গিয়ে জানুন মানুষের কোনও সমস্যা আছে কি না! সরকারের প্রকল্প ও পরিষেবা প্রাপ্তি বা অপ্রাপ্তি সম্পর্কে জানুন। সেগুলি সমাধানে উদ্যোগ নিন।’

আরও পড়ুন-বাজেটে নেই কর্মসংস্থানের দিশা, গর্জে উঠল আইএনটিটিইউসি

Latest article