বাজেটে নেই কর্মসংস্থানের দিশা, গর্জে উঠল আইএনটিটিইউসি

Must read

সংবাদদাতা, হুগলি : কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2023- INTTUC) বঞ্চিত বাংলা। এই বাজেটের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠল হুগলির বৈঁচির আইএনটিটিইউসির (Union Budget 2023- INTTUC) সভা। প্রতিবাদের স্লোগান নিয়ে বুধবার হুগলির বৈঁচির চার মাথার মোড় থেকে চারাবাগান পর্যন্ত আইএনটিটিইউসির পাণ্ডুয়া ব্লক কমিটির উদ্যোগে মহামিছিলে পা মেলালেন অসংখ্য শ্রমজীবী মানুষ। মিছিল শেষে সভায় কেন্দ্রের এক পর এক বঞ্চনার প্রসঙ্গ তুলে মোদি সরকারকে ঝাঁজালো আক্রমণ করেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। তিনি বলেন, ১০০ দিনের কাজে গতবারই বরাদ্দ কমিয়ে ছিল কেন্দ্র। এবারের বাজেটে বঞ্চনা আরও একধাপ এগিয়ে গেল। এই সারাদেশে ১০০ টাকা বকেয়া থাকালে শুধুমাত্র বাংলায় ৫৩ টাকা বকেয়া রয়েছে কেন্দ্রের। এই বিষয় নিয়েই সংসদে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার উত্তরেই এই বকেয়ার পরিমাণ জানতে পারা গিয়েছে। শুধু তাই নয়, কর্মসংস্থান নিয়েও কেন্দ্রের এই তথাকথিত অন্ধকার বাজেটের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এটি একটি নিষ্ফলা বাজেট। যেখানে শ্রমজীবী মানুষের কথা ভাবা হয়নি। কর্মসংস্থানেরও কোনও দিশা পাওয়া যায়নি এই বাজেটে। এরপরই তিনি নাম না করে তোপ দাগেন বিরোধী দলনেতার বিরুদ্ধে। বিজেপি আর সিপিএম এক হয়ে বাংলার ক্ষতি করছে বলে রাম-বাম জোট বলে তীব্র কটাক্ষ করেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির পান্ডুয়া ব্লকের সভাপতি আব্দুল মান্নান, বিধায়ক রত্না দে নাগ, বিধায়ক অরিন্দম গুঁই, মেহবুব রহমান, আইএনটিটিইউসির হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক মানস মজুমদার প্রমুখ।

আরও পড়ুন-নতুন ও পুরনো কর কাঠামোয় ধাঁধা, দিশেহারা বেতনভোগীরা

Latest article