কেন্দ্রের বুলডোজার রাজনীতির বিরুদ্ধে হুঙ্কার মন্ত্রীর

মন্ত্রীর এই আশ্বাসে নিশ্চিন্ত হন এলাকার বাসিন্দারা। যদিও প্রায় রোজই কোথাও না কোথাও রেলের উচ্ছেদ নোটিশ সেঁটে দেওয়ায় বিরাম নেই

Must read

সংবাদদাতা, আসানসোল : ভারতীয় রেলের আসানসোল ডিভিশন আসানসোল উত্তর থানার রেলপাড় এলাকার বাসিন্দাদের চরমপত্র দিয়ে জানায়, যত দ্রুত সম্ভব রেলের জমি ফাঁকা না করলে ঘরবাড়ি বলপূর্বক ভেঙে দেওয়া হবে। রেলের দেওয়া হুঁশিয়ারি পেয়ে আতঙ্কে ভোগা এলাকার কয়েক হাজার বাসিন্দা এই বিষয়ে মন্ত্রী মলয় ঘটকের হস্তক্ষেপ চাইলে তাঁদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘‘বুলডোজার নিয়ে রেল যদি উচ্ছেদ অভিযান শুরু করে, তবে সেই বুলডোজার চলবে আমার বুকের উপর দিয়ে। আপনারা নিশ্চিন্ত থাকুন। এ রাজ্যে মুখ্যমন্ত্রীর পদে যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, ততক্ষণ একটি মানুষকেও উচ্ছেদ করতে পারবে না রেল।’’

আরও পড়ুন-তথ্যচিত্রের অস্বস্তি ঢাকতে হয়রানি? বিবিসির দিল্লি–মুম্বই অফিসে আয়কর হানায় স্পষ্ট মোদি সরকারের প্রতিহিংসা

সম্প্রতি আসানসোলের এনএস রোডে রেলের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আয়োজিত সভায় মন্ত্রী বলেন, ‘‘কেন্দ্রের মোদি সরকার অবিজেপি রাজ্যগুলিতে বুলডোজারের রাজনীতি শুরু করেছে। এ রাজ্যে তাদের এই রাজনীতি ধোপে টিকবে না। কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে পুনর্বাসন না দিয়ে কোনওভাবেই কাউকে উচ্ছেদ করতে দেওয়া হবে না। প্রয়োজনে বুলডোজারের সামনে নিজে বুক পেতে দাঁড়াব। দেখি তারপরেও রেল কীভাবে গরিব মানুষগুলোকে উচ্ছেদ করে!’’

আরও পড়ুন-বালিপাচার রুখতে ড্রোনে নজরদারি

এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘‘উত্তর ২৪ পরগনার কামারহাটিতে পুরসভার পক্ষ থেকে ঘরবাড়ি বানিয়ে দেওয়া হয়েছে, আসানসোলেও সেরকমই একটা বিকল্প পথের সন্ধান করছি, যাতে একজনকেও বেঘর হতে না হয়।’’ মন্ত্রীর এই আশ্বাসে নিশ্চিন্ত হন এলাকার বাসিন্দারা। যদিও প্রায় রোজই কোথাও না কোথাও রেলের উচ্ছেদ নোটিশ সেঁটে দেওয়ায় বিরাম নেই।

Latest article