সংবাদদাতা, আসানসোল : গ্রামীণ এলাকাগুলিতে স্বাস্থ্য পরিষেবায় গতি আনতে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে চালু হচ্ছে সুস্বাস্থ্যকেন্দ্র। বুধবার সালানপুর ব্লকের আছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এমনই একটি সুস্বাস্থ্যকেন্দ্রের সূচনা হল জেলা স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুসের হাত ধরে। এর মাধ্যমে স্থানীয় পঞ্চায়েত এলাকার প্রায় ৮ হাজার মানুষ চিকিৎসা পরিষেবা পাবেন বলে জানান ডাঃ ইউনুস।
আরও পড়ুন-প্রাণকৃষ্ণের শিল্পজাদু, শস্যের দানায় আদিবাসী জীবন
তিনি বলেন, ‘‘জেলায় এরকম আরও ২৪টি সুস্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হবে। এজন্য ভবন নির্মাণ ও পরিকাঠামো প্রস্তুত করতে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রায় ৮ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।” চলতি বছরের মধ্যেই জেলায় আরও ১৬টি সুস্বাস্থ্যকেন্দ্র তৈরি করে ফেলা সম্ভব হবে বলে আশাপ্রকাশ করেন তিনি। মূলত গ্রামাঞ্চলের প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের কথা ভেবেই এমন জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সুস্বাস্থ্যকেন্দ্রগুলি সকাল ৯টা থেকে বিকাল ৪টে পর্যন্ত খোলা থাকবে।
আরও পড়ুন-পুরুষচর্চা
এই কেন্দ্রগুলিতে প্রসূতি ও সদ্যোজাত শিশুদের নানা ধরনের টীকাকরণ ছাড়াও চোখ, কান, গলা, উচ্চ রক্তচাপ, মধুমেহ প্রভৃতি রোগের চিকিৎসা করা হবে। দীর্ঘদিন নার্স পদে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন মহিলাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পরই তাঁদের এই কেন্দ্রগুলিতে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি কেন্দ্রে তিনজন করে মহিলাকর্মী রাখা হবে বলে জানান ডাঃ ইউনুস। এঁদের মধ্যে একজন কমিউনিটি হেলথ অফিসার ও অন্য দু’জন তাঁর সহকারী হিসেবে কাজ করবেন। তাঁদের উপরই থাকবে চিকিৎসা করা থেকে বিনামূল্যে ওষুধ দেওয়া-সহ সমস্ত কাজের দায়িত্ব। বৃহস্পতিবারের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি ও যুগ্ম বিডিও শ্রেয়া নাগ প্রমুখ।