আন্তর্জাতিক মহলের উদ্বেগ আরও বাড়িয়ে বছরের শুরুতেই দেশের পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র (Missile) ছুঁড়ল উত্তর কোরিয়া (North Korea)। জাপান ও দক্ষিণ কোরিয়া দুই দেশই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, উত্তর কোরিয়া (North Korea) যেভাবে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তা যথেষ্ট দুঃখজনক এবং উদ্বেগের। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফও একই কথা বলেছেন। দক্ষিণ কোরিয়ার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার সকাল ৮ টা ১০ মিনিট নাগাদ উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। উল্লেখ্য, একের পর এক পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কারণে ২০০৬ সাল থেকেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে উত্তর কোরিয়া। রাষ্ট্রসংঘও উত্তর কোরিয়াকে এভাবে পরমাণু অস্ত্র পরীক্ষা না করার জন্য অনুরোধ করেছে। কিন্তু তাতে কর্ণপাত করছেন না সে-দেশের প্রেসিডেন্ট কিম জং উন।
আরও পড়ুন-মেঘলা আবহাওয়ায় পাইলটের ভুলেই ভেঙে পড়েছিল রাওয়াতের কপ্টার, বলছে রিপোর্ট