সুনীতা সিং, বর্ধমান: চাষিদের বিকল্পচাষে উৎসাহ দিতে ও কর্মসংস্থানের লক্ষ্যে এবার বিশ্বের সব থেকে দামি প্রজাতির মিয়াজাকি আমচাষে উদ্যোগী পূর্ব বর্ধমান জেলা পরিষদ। প্রাথমিকভাবে জেলা পরিষদের নিজস্ব পাঁচটি জায়গায় চাষ করা হবে। সেই অনুযায়ী মেমারি ডাকবাংলো, শ্রীখণ্ড ডাকবাংলো, বাঁকুড়া মোড়, বর্ধমানের কৃষিখামার ও কালনায় থাকা জেলাপরিষদের নিজস্ব জায়গাকে বাছা হয়েছে।
আরও পড়ুন-বারুইপুরের পেয়ারা পেতে চলেছে জিআই ট্যাগ
উল্লেখ্য, মিয়াজাকিকেই বিশ্বের সবথেকে দামি প্রজাতির আম হিসাবে ধরা হয়। যার প্রতি কেজির দাম লাখ টাকারও বেশি। ১৯৭০-এর দশকে জাপানের মিয়াজাকি অঞ্চলে এই প্রজাতির আমের প্রথম চাষ হয়। এলাকার নাম অনুসারেই আমের নাম হয় মিয়াজাকি। এর আরেক নাম ‘এগ অফ সানশাইন’। মিয়াজাকির বিজ্ঞানসম্মত নাম ‘তাইয়ো-নো-টোমাগো’। দেশ-বিদেশে এই আমের পাহারায় বন্দুকহাতে নিরাপত্তারক্ষী রাখার কথাও শোনা যায়। জেলা পরিষদ সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানান, প্রাথমিকভাবে এই প্রকল্পের জন্য ১ কোটি ২০ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে।
আরও পড়ুন-পৌষমেলার দাবিতে উত্তাল বিশ্বভারতী
মূলত চাষিদের বিকল্প চাষে উৎসাহ জোগাতে, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে, এই প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্প এলাকাতেই সোলার পাম্প থাকবে। প্রকল্প এলাকার সৌন্দর্যায়ন করা হবে, সোলার লাইটও লাগানো হবে। প্রথমে পাঁচটি প্রকল্প ৩০-৪০ জনকে কাজ দেওয়া হবে। পাশাপাশি অন্য আম, গোলাপি কাঁঠাল, চার রঙের জামরুল, রঙিন কলা, তাল, বেল, আতা ও ড্রাগনফ্রুটও চাষ করা হবে।