রাজ্যপালকে বিঁধে স্ট্যালিন চিঠি দিলেন রাষ্ট্রপতিকে

Must read

প্রতিবেদন : রাজ্যপাল আর এন রবির নামে সরাসরি অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin- Draupadi Murmu)। রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে স্ট্যালিনের (MK Stalin- Draupadi Murmu) অভিযোগ, রাজ্যপাল রবি রাজ্য সরকারের সঙ্গে রাজনৈতিক ও আদর্শগত লড়াই শুরু করেছেন। গত সোমবার বিধানসভায় যে ঘটনা ঘটেছে তার উল্লেখ করেছেন স্ট্যালিন। ওইদিন রাজ্যপাল রবি বিধানসভা থেকে নজিরবিহীনভাবে ওয়াকআউট করেছিলেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যপাল বিধানসভার ঐতিহ্য ও রীতিনীতি লঙ্ঘন করেছেন। সাধারণ নিয়ম হল, রাজ্য সরকারের লিখিত ভাষণ পাঠ করেন রাজ্যপাল। কিন্তু রবি তা করেননি। রাজ্যপাল হলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। তাই তাঁরা রাজ্যপালকে যথাযথ সম্মান দিয়েই চলেন। সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা এক ব্যক্তির উচিত সব ধরনের রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে থাকা। রাজ্যপাল রবি তামিল সংস্কৃতি, সাহিত্য ও তথা রাজ্যের জনগণের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করছেন। রাজ্যপাল যা করছেন সেটা পুরোপুরি দেশের সংবিধান বিরোধী।

আরও পড়ুন-সবই যদি কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকে তবে দিল্লিতে সরকার থেকে লাভ কী?

Latest article