শুভেন্দুর নামে মানহানির মামলা করছেন বিধায়ক

Must read

সংবাদদাতা, বহরমপুর : নির্বাচনী প্রচারে মিথ্যে তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে বিরোধী দলনেতার (Suvendu Adhikari) বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান কানাইচন্দ্র মণ্ডল (Chairman Knaichandra Mondal)।

মঙ্গলবার সাগরদিঘিতে উপনির্বাচনী (Sagardighi Bye-Election) প্রচারে বিজেপি প্রার্থী দিলীপ সাহার সমর্থনে মণিগ্রামে প্রচারে এসে শুভেন্দু অধিকারী বলেন, নবগ্রামের প্রাক্তন বাম বিধায়ক কানাই মণ্ডল তৃণমূলে আসার সময় তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা নিয়েছিলেন এবং একজনের কাছ থেকে একটি স্করপিও গাড়িও নেন। বুধবার সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতার এই দাবিকে সম্পূর্ণ ‘মিথ্যে’ বলে উড়িয়ে কানাইয়ের পাল্টা দাবি, শুভেন্দু অধিকারী একজন মিথ্যাবাদী এবং তোলাবাজ। মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন ভেঙে যাওয়ায় ভুলভাল বকছেন। তাঁর যে গাড়ি নিয়ে শুভেন্দু অভিযোগ তুলেছেন তা তাঁর স্ত্রীর নামে কেনা। ৫৯ কিস্তিতে ঋণ শোধ করেছেন। ফলে অন্যের কাছ থেকে গাড়ি নেওয়ার প্রশ্নই ওঠে না। মিথ্যে প্রচারে তিনি অপমানিত হয়েছেন। সে কারণেই মানহানির মামলা করবেন।

আরও পড়ুন-মেঘালয়: অভিষেকের পদযাত্রায় জনজোয়ার

কিছুদিন আগেই মুর্শিদাবাদ জেলার বহরমপুর পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায়ও তাঁর মেয়ের জন্মদিনপালন নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় শুভেন্দুর বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার মানহানির মামলা দায়ের করেছেন।
বিজেপির মিথ্যাচারের জবাব দিতে সাগরদিঘির ওই মাঠেই ১৭ ফেব্রুয়ারি পাল্টা সভা করবে তৃণমুল। ১৮-য় রোড শো করতে আসছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। দুপুরে সাগরদিঘি থেকে বন্যেশ্বর হয়ে মোরগ্রাম পর্যন্ত রোডশো করবেন। ১৯-এ দিঘার মোড়ে সভা করবেন সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দুটি সভা ঘিরে তুমুল উন্মাদনা তৃণমূল শিবিরে।

Latest article