সংবাদদাতা, অশোকনগর : বিধায়কের কাছে পৌঁছতে সাধারণ মানুষের সময় ও অর্থ খরচ হয়। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও অনুপ্রেরণায় নিজেই মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী (Narayan Goswami)। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতি শনিবার অশোকনগর বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকা ৮ পঞ্চায়েতেই পালা করে বসবেন। শনিবার বিধানসভা এলাকার রাজীবপুর-বিড়ার বল্লভপাড়া বেসিক স্কুলে হাবড়া-২ ব্লকের বাসিন্দাদের সঙ্গে জনসংযোগে অংশ নিতে গিয়ে এই প্রতিশ্রুতি দেন বিধায়ক নারায়ণ গোস্বামী (MLA Narayan Goswami)। তাঁদের যাবতীয় সমস্যার কথা শুনে সমাধানের চেষ্টা করেন বিধায়ক। প্রায় সাড়ে তিনশোজন এসেছিলেন তাঁদের সমস্যা জানাতে। একজন তাঁর মেয়ের পড়াশোনা চালিয়ে যেতে বিধায়কের কাছে অনুরোধ জানান। নারায়ণবাবু তাঁকে আশ্বাস দিয়ে বলেন, নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করতে। অন্যদেরও সাধ্যমতো সমস্যা সমাধানের পদ্ধতি বলে দেন। দুয়ারে বিধায়কের এই কর্মসূচিতে স্বাভাবিকভাবেই খুশি অশোকনগরবাসী। বিধায়ক জানান, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর পাশাপাশি তাঁদের সমস্যার কথা জেনে সেগুলি ঠিকঠাক সমাধান করার উদ্যোগ নিতে। সেই সঙ্গে রাজ্যবাসীকে সরকারি প্রকল্পগুলির আওতায় এনে প্রতিটির প্রাপ্য সুবিধা তাঁদের জন্য নিশ্চিত করতে।
আরও পড়ুন: সরকারি অফিসারকে হুমকি বিজেপি নেত্রীর, নিন্দা সর্বত্র