কতজন চাকরি পেয়েছে জানে না মোদি সরকার

Must read

প্রতিবেদন : শেষ পাঁচ বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে কতজন চাকরি পেয়েছে সংসদে তার কোনও তথ্য দিতে পারল না নরেন্দ্র মোদি সরকার। যদিও ২০২১ সালের ১ মার্চ পর্যন্ত রেল, প্রতিরক্ষা-সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে বিপুল পরিমাণ শূন্যপদ ছিল। বৃহস্পতিবার রাজ্যসভায় আপ সাংসদ সঞ্জয় সিংয়ের (Sanjay Singh) এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী দফতরের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh) জানান, ২০২১ সালের ১ মার্চ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে ৯ লাখ ৭৯ হাজার ৩২৭টি শূন্য পদ ছিল। তবে শূন্যপদের সংখ্যা জানালেও কতগুলো শূন্য পদ পূরণ করা হয়েছিল সে বিষয়ে কিছুই বলতে পারল না মোদি সরকার (Modi Government)।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সব থেকে বেশি পদ খালি রয়েছে রেলে। রেলে শূন্য পদের সংখ্যা ২ লক্ষ ৯৩ হাজার ৯৪৩টি। এর পরেই প্রতিরক্ষা (সিভিল) ক্ষেত্র। সেখানে শূন্য পদের সংখ্যা ২ লক্ষ ৬৪ হাজার ৭০৬টি। শূন্য পদের নিরিখে তৃতীয় স্থানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেখানে ১ লক্ষ ৪৩ হাজার ৫৩৬টি পদ খালি রয়েছে।
আপ সাংসদ সঞ্জয় সিং জানতে চান, ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে মোট কতগুলি শূন্য পদ ছিল? প্রতি বছর ওই সমস্ত পদে কতজনকে নিয়োগ করা হয়েছে? ওই সময়ের মধ্যে চুক্তির ভিত্তিতে কতজনকে নিয়োগ করা হয়েছে?

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীকে ন্যক্কারজনক আক্রমণ বিশ্বভারতীর, ক্ষুব্ধ আশ্রমিক-বুদ্ধিজীবীরা

তবে রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র তাঁর জবাবে শূন্যপদ পূরণের তথ্য এড়িয়ে গেছেন। সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, শূন্যপদ পূরণ করা একটি ধারাবাহিক প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকার কর্তৃক আয়োজিত রোজগার মেলা আরও কর্মসংস্থান সৃষ্টিতে অনুঘটক হিসেবে কাজ করবে বলে তাঁরা আশা করছেন। রোজগার মেলা অনুঘটকের কাজ করবে বললেও দেশের বিভিন্ন রাজ্যে এ ধরনের মেলা থেকে কতজনকে চাকরি দেওয়া হয়েছে, তা বলতে পারেননি মন্ত্রী। মোদি সরকারের (Modi Government) এই ভূমিকা থেকেই স্পষ্ট, তারা মুখে কর্মসংস্থানের কথা বললেও বাস্তবে তারা কোনও কাজই করছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকার অনেক ঢাকঢোল পিটিয়ে রোজগার মেলার আয়োজন করছেন। কিন্তু সেখান থেকে কতজনকে চাকরি দেওয়া হচ্ছে এই সামান্য তথ্যটুকুও দিতে পারছেন না। এরপরে স্বাভাবিকভাবেই রোজগার মেলার কার্যকারিতা সম্পর্কে প্রশ্ন ওঠে। রাজনৈতিক মহল মনে করছে, এই রোজগার মেলা মোদি তথা বিজেপির প্রচার সর্বস্ব অনুষ্ঠান ছাড়া আর কিছুই নয়। এদিন সেটাই স্পষ্ট করে দিয়েছেন মন্ত্রী জিতেন্দ্র সিং।

সাংসদ কার্তিকেয় শর্মা জানতে চান, রোজগার মেলায় কতজনকে চাকরি দেওয়া হয়েছে? কার্তিকেয়র প্রশ্নের জবাবে জিতেন্দ্র সিং বলেন, দেশ জুড়ে রোজগার মেলা চলছে। প্রদত্ত চাকরির সংখ্যার বিবরণ সংশ্লিষ্ট সংস্থাগুলির কাছেই থাকে। তাই এ বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। অর্থাৎ চাকরি দেওয়ার কথা বলা হলেও আদৌ চাকরি দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে নির্দিষ্ট জবাব নেই প্রধানমন্ত্রী দফতরের কাছে।

Latest article