মিথ্যে বলছেন মোদি, লাদাখ ইস্যুতে তোপ দাগলেন রাহুল

বর্তমানে লাদাখ সফরে রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

Must read

প্রতিবেদন: লাদাখকে কেন্দ্র করে ভারত-চিন উত্তেজনা ও জমি দখল ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘মিথ্যেবাদী’ বলে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। লাদাখের মাটিতে দাঁড়িয়ে জানালেন, এই এলাকায় ভারতের থেকে বিশাল পরিমাণ জমি কেড়ে নিয়েছে চিন। কিন্তু সেই কথা মানতে নারাজ মোদি।

আরও পড়ুন-মোদি-শি পার্শ্ববৈঠক, চিনের দাবি ওড়াল ভারত

বৃহস্পতিবার ব্রিকস সম্মেলনের শেষে নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। দুই রাষ্ট্রনেতার এই আলোচনার বিষয়টি প্রকাশ্যে আসতেই লাদাখ নিয়ে মুখ খোলেন রাহুল। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, কৌশলগত ক্ষেত্রে লাদাখ খুবই গুরুত্বপূর্ণ এলাকা। সেখানে বিশাল জমি দখল করে নিয়েছে চিন। কিন্তু সর্বদল বৈঠকে এসে প্রধানমন্ত্রী বলেছেন লাদাখের এক ইঞ্চি জমিও দখল করতে পারেনি চিন। এটা একেবারে ডাহা মিথ্যে। উল্লেখ্য, বর্তমানে লাদাখ সফরে রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। লেহ ও লাদাখের বেশ কিছু জায়গায় সফরে গিয়েছেন তিনি, সেখানকার মানুষের সঙ্গে দেখা করে তাঁদের নানা সমস্যা নিয়ে মতবিনিময় করছেন।

আরও পড়ুন-আত্মসমর্পণ, গ্রেফতার, বিপুল অর্থের বন্ডে জামিন, প্রাক্তন প্রেসিডেন্ট হিসাবে কুকীর্তির নজির ট্রাম্পের!

প্রসঙ্গত, লাদাখের সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করেছে ভারত-চিন দুই দেশই। একাধিকবার অভিযোগ উঠেছে, সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে এসে গ্রাম তৈরি করেছে চিন। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে মোদি সরকার। কেন্দ্র মানতেই চায় না যে ভারত ভূখণ্ডের কিছু অংশ কৌশলে কবজা করে নিয়েছে লাল ফৌজ। যদিও লাদাখের স্থানীয় মানুষের পাশাপাশি একাধিক রিপোর্টে ইতিমধ্যেই উঠে এসেছে চিনের জমিদখলের চিত্র। দেখা যাচ্ছে ভারতের অনেক জমি অবৈধভাবে দখল করে রেখেছে চিন। এই সমস্যা সমাধানে একাধিকবার দুই দেশের সেনা বৈঠক হলেও এখনও কোনও গ্রহণযোগ্য সুরাহা হয়নি। এই ইস্যুতেই এবার মোদিকে মিথ্যাবাদী বলে তোপ দাগলেন রাহুল।

Latest article