সুভাষ-সুরজিৎ স্মরণে মহমেডান স্পোর্টিং

Must read

প্রতিবেদন : আজ মঙ্গলবার মহমেডান স্পোর্টিং ক্লাবে সদ্য প্রয়াত দুই কিংবদন্তি সুরজিৎ সেনগুপ্ত ও সুভাষ ভৌমিকের স্মরণসভা। একই মঞ্চে সুভাষ-সুরজিতের সঙ্গেই স্মরণ করা হবে ক্লাবের আর এক সদ্য প্রয়াত প্রাক্তন ফুটবলার এন পাপ্পানাকেও। মঙ্গলবার দুপুরে এই স্মরণসভা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ময়দানের ক্লাব তাঁবুতেই। একই সঙ্গে এদিন পালিত হবে ক্লাবের ১৩১তম প্রতিষ্ঠা দিবস।
সুভাষ, সুরজিতের সতীর্থ থেকে একাধিক প্রাক্তন ফুটবলারকে আমন্ত্রণ জানানো হয়েছে স্মরণসভায়। মহমেডান (Mohammedan Sporting Club) সচিব দানিশ ইকবাল বলেন, ‘‘আমরা খুব কম সময়ের নোটিসে স্মরণসভা আয়োজন করেছি। তাই ভিনরাজ্যের প্রাক্তন ফুটবলার যাঁরা মহমেডান ক্লাবের (Mohammedan Sporting Club) হয়ে খেলেছেন, তাঁদের আমন্ত্রণ জানাতে পারলাম না। তবে বাংলায় মহমেডানের প্রায় অধিকাংশ প্রাক্তন ফুটবলার যাঁরা জীবিত এবং সক্ষম, তাঁদের আমরা আমন্ত্রণ জানিয়েছি।’’

আরও পড়ুন – ঘুরে দাঁড়ানোর পরীক্ষা ঝুলনদের

স্মরণসভার পাশাপাশি ক্লাবের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। তাই আরও কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। মহমেডান সচিব জানিয়েছেন, তাঁরা এদিনের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন ফুটবল অ্যাকাডেমিকে বল, ট্রেনিং কিটস দিয়ে সাহায্য করবেন। এদিকে, ইস্টবেঙ্গল ক্লাবে প্রয়াত সুরজিৎ সেনগুপ্তের স্মরণসভা অনুষ্ঠিত হবে আগামী ৭ মার্চ।

Latest article