নিলামে বিক্রি আলির আঁকা

Must read

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায় : বিশ্ববাসীর কাছে তাঁর পরিচিতি সর্বকালের সেরা বক্সার হিসাবে। তাঁর হাতের এক পাঞ্চে নক আউট হয়েছে বিপক্ষ। কিন্তু তাঁর হাতে কোমল তুলিও সমান ভাবে চলে, তা আর কতজন জানতেন? হ্যাঁ, কিংবদন্তি বক্সার মহম্মদ অলি ছবিও আঁকতেন। তাঁর আঁকা সেই সব ছবি বিক্রি হয়ে গেল নিমেষে এবং চড়া মূল্যের বিনিমিয়ে।

আলি যে শুধুই একজন কাঠখোট্টা বক্সার নন, তাঁর মধ্যে যে একটা অনন্য শিল্পীসত্তা রয়েছে তা জানতেন শুধুমাত্র তাঁর ঘনিষ্ঠরাই। এবার সেই প্রতিভা জানল গোটা বিশ্ব। মহম্মদ আলির আঁকা সেই সব অসাধারণ স্কেচ তোলা হয়েছিল নিলামে। নিমেষে যা বিক্রি হল প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলারে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক নিলাম সংস্থা বোনহামস অকশন হাউসে নিলামে তোলা হয়েছিল বিশ্বের সর্বকালের সেরা বক্সার মহম্মদ আলির আঁকা ২৬টি ছবি। যা প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়।

আরও পড়ুন : দুর্গাপুজো: তৃতীয়ার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়

ছবিগুলির মধ্যে ছিল পেন্সিল-চারকোল এবং রং-তুলিতে আঁকা ড্রইং। ছিল স্কেচ ও পেন্টিং। আলির আঁকা সমস্ত ছবি মোট ৯ লাখ ৪৫ হাজার ৫২৪ ডলারে বিক্রি হয়। সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ‘স্টিং লাইক এ বি’ ছবিটি। নিলামে ৪ লাখ ২৫ হাজার ডলারে এই ছবিটি কিনে নিয়েছেন এক ক্রেতা।

ছবিগুলি নিলামে তুলেছিলেন আর্ট কালেক্টর ও মহম্মদ আলির ঘনিষ্ঠ বন্ধু রডনি হিল্টন। তিনি জানিয়েছেন, ১৯৭৭ সালে মহম্মদ আলি তাঁর প্রথম তিনটি ছবি এঁকেছিলেন বস্টনে বসে। একটি বক্সিং ম্যাচের পর ওই ছবি তিনটি এঁকেছিলেন মহম্মদ আলি। বোনহামস অকশন সেন্টারের অধিকর্তা জানিয়েছেন, মহম্মদ আলি তাঁর বাবার কাছে আঁকা শিখেছিলেন। স্পোর্টস আর্টিস্ট লিরয় নেইম্যানের কাছেও ছবি আঁকা শিখেছিলেন।
সোশ্যাল অ্যাক্টিভিস্ট মহম্মদ আলিকে অনেকেই চেনে। কিন্তু পেন্টার মহম্মদ আলিকে এই প্রথমবার জানল বিশ্ব।

Latest article