দুর্গাপুজো: তৃতীয়ার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

আজ তৃতীয়া। দেবীপক্ষের তৃতীয় দিন। সকাল থেকেই পুজো পুজো আমেজ। কখনও রোদ বা কখনও বৃষ্টির ‘খেলা’ চলছে রাজ্যজুড়ে। আবার আকাশে পেঁজা তুলোর মেঘেদের দেখা যাচ্ছে। তবে বাঙালির মুখে রয়েছে সেই চওড়া হাসি। কারণ মা এসেছেন। এদিন তৃতীয়ার শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-কমিশনে তারকা প্রচারকের তালিকা দিল তৃণমূল কংগ্রেস, কার কার নাম রয়েছে দেখে নিন

মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, “শিশির-ভেজা ঘাসে ঘাসে অরুণরাঙা চরণ ফেলে নয়ন-ভুলানো এলে।।”

শিউলি ছড়ানো শরতের সকালে আকাশপটে জেগে উঠেছে মহামায়ার ভুবনমোহিনী হাসি। কাশফুলের সমারোহ, ঢাকের বাদ্যির মধ্যে দিয়ে ছড়িয়ে পড়েছে সেই অমোঘ বার্তা – দুর্গাপুজোর শুভারম্ভে আর দেরি নেই। শুভ তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “শুভ তৃতীয়া উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।”

Latest article