সাহিত্যে নোবেল আবদুলরজাক গুরনাহকে

Must read

প্রতিবেদন : ২০২১ সাহিত্যে নোবেল সম্মান পেলেন তানজানিয়ার সাহিত্যিক আবদুলরজাক গুরনাহ। সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও পুঁজিবাদের ফলে সাধারণ মানুষের কীভাবে ক্ষতি হয়, উদ্বাস্তু সমস্যা কীভাবে মাথাচাড়া দিয়ে ওঠে, এসবই আবদুলরজাকের কলমে ফুটে উঠেছে। উদ্বাস্তুদের বিভিন্ন সমস্যা নিয়ে আপসহীন লড়াই চালিয়ে গিয়েছেন এই উপন্যাসিক। শাসকের রক্তচক্ষুতেও এতটুকু ভয় পাননি ৭৩ বছরের এই প্রবীণ সাহিত্যিক।

আরও পড়ুন : বিশ্বের সেরা ধনীরা সব মোদির বন্ধু!

১৯৪৮ সালে ভারত মহাসাগরের জাঞ্জিবার দ্বীপে গুরনাহের জন্ম। ছয়ের দশকের শেষদিকে তিনিও একজন উদ্বাস্তু হিসেবে ইংল্যান্ডে যান। সেখানেই কেন্ট ইউনিভার্সিটিতে তিনি ইংরেজি ও উপনিবেশ পরবর্তী সময়ের সাহিত্য নিয়ে অধ্যাপনা করেছেন। লিখেছেন এক ডজনের বেশি উপন্যাস এবং বহু ছোট গল্প। রয়েল সুইডিশ অ্যাকাডেমি বৃহস্পতিবার ২০২১ সালের নোবেল সাহিত্য সম্মান এই প্রবীণ সাহিত্যিকের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করে। নোবেল কমিটি জানিয়েছে, গুরনাহের কলমে শরণার্থীদের সমস্যা, তাদের সংস্কৃতি, সবই পুঙ্খানুপুঙ্খভাবে উঠে এসেছে। গোটা দুনিয়ার সামনে শরণার্থীদের সমস্যা তুলে ধরেছেন তিনি। গুরনাহ আফ্রিকার মানুষের সমস্যা গোটা দুনিয়ার কাছে প্রকাশ করেছেন। মাত্র ২১ বছর বয়সেই প্রথম লেখা শুরু করেছিলেন তিনি। নিজেও ছিলেন একজন শরণার্থী। তাই শরণার্থীদের উপর ঔপনিবেশিকতার প্রভাব জীবন্ত হয়ে ধরা দেয় তাঁর লেখায়।

Latest article