সংবাদদাতা, জলপাইগুড়ি : মাল নদীর হড়পাবানে ভেসে যাওয়া মানুষদের বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে প্রায় ১০-১২ জনকে বাঁচিয়েছেন মানিক মহম্মদ (Mohammed Manik)। পেশায় সমাজকর্মী মানিক বুধবার অন্যদের মতো বিসর্জন দেখতে গিয়েছিলেন। হঠাৎ করেই হড়পাবান চলে আসে নদীতে। চোখের সামনে মানুষজনকে ভেসে যেতে দেখে নিজের জীবনের চিন্তা না করেই নদীতে ঝাঁপ দেন তিনি। বেশ কিছু ভেসে যাওয়া মানুষদের উদ্ধার করেন তিনি। প্রথমে দুটি শিশুকে উদ্ধার করেন, এরপর এক দম্পতি এবং আরও কয়েকজন মহিলাকে উদ্ধার করেন তিনি। শুরু থেকে দু’ঘন্টা পর্যন্ত জলে ছিলেন তিনি। উদ্ধার করতে গিয়ে তাঁর পায়ের একটা অংশ অনেকটাই কেটে যায়। সেই সময় ফায়ার ব্রিগেডের এক কর্মী তাঁকে একটি রুমাল দেন। সেই রুমাল দিয়ে তিনি পা বেঁধে ফের উদ্ধারকাজে নামেন। মানিক (Mohammed Manik) জানালেন সেই সময় তাঁর শুধু মনে হয়েছিলো আগে মানুষকে বাঁচাতে হবে।
আরও পড়ুন-বাংলা নিয়ে বিজেপির মিথ্যাচার