ইডেনে সমর্থকদের ঢুকতে বাধা, কেকেআরের বিরুদ্ধে তোপ মোহনবাগানের

Must read

প্রতিবেদন : কেকেআরের সঙ্গে এবার লেগে গেল মোহনবাগানের (KKR- Mohun Bagan)। ইডেন গার্ডেন্সে শনিবার রাতের আইপিএল ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটাররা সবুজ-মেরুন জার্সি পরে খেলতে নেমেছিলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR- Mohun Bagan) বিরুদ্ধে। কিন্তু মোহনবাগান ক্লাবের লোগো থাকায় সবুজ-মেরুন জার্সি পরে, স্কার্ফ নিয়ে ইডেনে ঢুকতে বাধা দেওয়া হয় ক্লাব সমর্থকদের। শেষ পর্যন্ত জার্সি উল্টো করে পরে মাঠে প্রবেশের অনুমতি পান অনেক সমর্থক। কেকেআর কর্তৃপক্ষের আচরণের নিন্দা করে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে কড়া বিবৃতি দেওয়া হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, মোহনবাগান জার্সি পরে সমর্থকদের মাঠে ঢুকতে না দিয়ে শতাব্দীপ্রাচীন ক্লাবকে অপমান করেছে কেকেআর কর্তৃপক্ষ।

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ঘটনার নিন্দা করে ক্লাবের তরফে বিবৃতিতে লিখেছেন, ‘‘মোহনবাগান জার্সি পরে থাকায় মাঠে ঢুকতে না দিয়ে ব্যক্তি স্বাধীনতা খর্ব করেছে কেকেআর ম্যানেজমেন্ট। আমাদের জাতীয় দল তথা মোহনবাগানের জার্সি পরে ১৯৯০ সাল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখছি। আমাকে তো কখনও কোথাও আটকানো হয়নি। কোনও ক্লাব বা দলকে সমর্থন করা বা সেই দলের জার্সি পরে মাঠে যাওয়াটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার। সেই অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারে না। মোহনবাগানকে অশ্রদ্ধা করা এবং তাদের সমর্থকদের আবেগে আঘাত করার জন্য ক্লাবের পক্ষ থেকে কেকেআর ম্যানেজমেন্টের আচরণের তীব্র নিন্দা করছি।”

আরও পড়ুন-গিলের ব্যাটে স্বপ্নভঙ্গ বিরাটদের

Latest article