মুম্বই-কাঁটা সরাতে মরিয়া মোহনবাগান

Must read

প্রতিবেদন : এএফসি কাপে পরপর দু’টি ম্যাচ জিতে ফের ডুরান্ড কাপে নামছে মোহনবাগান। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কোয়ার্টার ফাইনালে সবুজ-মেরুনের প্রতিপক্ষ আইএসএলের অন্যতম হেভিওয়েট দল মুম্বই সিটি এফসি (Mohun Bagan- Mumbai City FC)। যাদের এখনও পর্যন্ত হারাতে পারেনি মোহনবাগান। তবে মুম্বই মিথ ভাঙেত এবার মরিয়া জুয়ান ফেরান্দোর দল। যুবভারতীতে ম্যাচ শুরু সন্ধ্যা ছ’টায়।
মুম্বই ম্যাচের আগে সবুজ-মেরুন শিবিরে স্বস্তির খবর, চোখের সংক্রমণ সারিয়ে অনুশীলনে ফিরেছেন দিমিত্রি পেত্রাতোস। ম্যাচের আগের দিন বিকেলে যুবভারতীতে চুটিয়ে অনুশীলন করেছেন দিমিত্রি। তবে অস্ট্রেলীয় সেন্টার ব্যাক ব্রেন্ডন হ্যামিলের চোট এখনও সারেনি। শনিবার দলের সঙ্গে অনুশীলন না করে আলাদা ট্রেনিং করেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা কার্যত নেই। ফলে আবাহনীর বিরুদ্ধে আগের ম্যাচে প্রথমবার নেমেই ভাল খেলা স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তেই হয়তো সেন্ট্রাল ডিফেন্সে শুরু করবেন আনোয়ার আলির সঙ্গে। আগের ম্যাচে গোল করে মোহনবাগানকে ভরসা দিয়েছেন জেসন কামিন্স, আর্মান্দো সাদিকু জুটি।

আরও পড়ুন- টালিগঞ্জকে সমীহ কিবুদের

মোহনবাগান (Mohun Bagan- Mumbai City FC) কোচ জুয়ান বলেছেন, মুম্বইকে আমরা এখনও হারাতে পারিনি বলে এবারও হারাতে পারব না, এমনটা ভাবার কোনও কারণ নেই। নতুন দল। নতুন পরিবেশ। নতুন টুর্নামেন্ট। ফুটবলারদের মধ্যে মুম্বই-মিথ নিয়ে কোনও মেন্টাল ব্লকেজ নেই। সব থেকে বড় কথা, এই দলের অনেকেই সবুজ-মেরুন জার্সি পরে প্রথমবার মুম্বইয়ের বিরুদ্ধে খেলবে। তাই আমাদের ছেলেরা সবাই জেতার জন্য মরিয়া থাকবে।
সবুজ-মেরুন অধিনায়ক শুভাশিস বসু বলেছেন, মুম্বইয়ের মতো আমরাও যথেষ্ট শক্তিশালী। ওদের বিরুদ্ধে আমরা অনেকদিন জিতিনি। চাই আমার অধিনায়কত্বে চাকাটা উল্টোদিকে ঘুরতে শুরু করুক। গোল অক্ষত রাখার শপথ নিয়েই আমরা মাঠে নামব। মুম্বই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য তৈরি হচ্ছে। মোহনবাগান তৈরি হচ্ছে এএফসি কাপের জন্য। দু’দলের হাইভেল্টেজ ম্যাচ নিয়ে সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে।

Latest article