প্রতিবেদন : কলকাতা লিগের ডার্বি নিয়ে আইএফএ-র সঙ্গে মোহনবাগানের দ্বন্দ্ব চরমে। বৃহস্পতিবারই ডার্বি আয়োজন করার সিদ্ধান্তে অটল আইএফএ। বুধবার সকালে আরও একটা চিঠি দিয়ে মোহনবাগান (Mohun bagan- IFA) আইএফএ-কে অনুরোধ করে ডার্বি জট কাটাতে আলোচনার টেবলে বসার জন্য। একই সঙ্গে বড় ম্যাচ নৈহাটি স্টেডিয়ামের মতো জেলার মাঠে নয়, যুবভারতী ক্রীড়াঙ্গনে দুই প্রধানের বিশাল সমর্থকদের সামনে আয়োজন করার আবেদন জানানো হয়। এই চিঠি পাওয়ার পরেও আইএফএ ডার্বি পিছোতে রাজি হয়নি। ফলে মোহনবাগান বাধ্য হয়ে আইনি পথে যাওয়ার ভাবনাচিন্তা করছে। ডার্বির ইতিহাসে এই প্রথম কোনও টিকিট ছাপানো হয়নি। বুধবার রাতে ফের একটা চিঠি দিয়ে আইএফএ-র কাছে মোহনবাগান টিকিট বিক্রির তথ্য, স্টেডিয়াম বন্টনের চিঠি, পুলিশের অনুমতিপত্র চেয়েছে। মোহনবাগান (Mohun bagan- IFA) নিশ্চিত, এর কোনওটাই নেই আইএফএ-র কাছে।
আজ মোহনবাগান দল নামাবে না নিশ্চিত। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বললেন, ‘‘মোহনবাগান না খেললে সংস্থার সংবিধান অনুযায়ী ওয়াকওভার পাবে ইস্টবেঙ্গল। পয়েন্টও কাটা হবে মোহনবাগানের।’’ এদিন আইএফএ-কে পাঠানো নতুন চিঠিতে মোহনবাগান লিখেছে, ‘‘সব পক্ষকে নিয়ে আমরা বৈঠকে বসার আবেদন জানাচ্ছি। যেখানে আমাদের বিপক্ষ দলের প্রতিনিধিও থাকবে। যাতে আলোচনার মাধ্যমে ডার্বির একটা সুনির্দিষ্ট দিন ঠিক করা যায়। এমন একটা দিন যেখানে কোনও একটা দল অন্যায় সুবিধা পাবে না।’’
মোহনবাগান চিঠিতে আরও লিখেছে, ‘‘বড় ম্যাচের মর্যাদাই আলাদা। ডার্বি আমরা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করার পরামর্শ দিচ্ছি। এতে প্রচুর সমর্থক বড় ম্যাচ উপভোগ করতে পারবে। ডার্বি কখনও নৈহাটি মতো জায়গায় সম্ভব নয়।’’
আরও পড়ুন- রোহিতদের কোচ থেকে গেলেন দ্রাবিড়