প্রতিবেদন : আইএসএলে লিগ শিল্ড হাতছাড়া হলেও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে এটিকে মোহনবাগানের সামনে। তার জন্য প্রথমে সেমিফাইনালে হায়দরাবাদ এফসি-র বাধা টপকাতে হবে। ২০ মার্চ মেগা ফাইনালে শেষ হাসি হাসতে চান জুয়ান ফেরান্দোর ছেলেরা। জামশেদপুরের কাছে হারের ধাক্কা সামলে মঙ্গলবার থেকেই সেমিফাইনালের প্রস্তুতি শুরু করে দিলেন মোহনবাগানের স্প্যানিশ কোচ। ফেরান্দো বললেন, ‘‘লিগ শিল্ড জিততে না পারায় দলের সবার মন খারাপ ছিল। তবে সব ভুলে নতুন চ্যালেঞ্জ নিয়ে ঝাঁপাতে হবে। এখন কোচ হিসেবে আমার কাজ খেলোয়াড় ও কোচিং স্টাফদের চাঙ্গা করে তোলা। আমরা এখন সেমিফাইনাল নিয়ে ভাবছি।’’
আরও পড়ুন-কাল মিতালিদের সামনে নিউজিল্যান্ড
শেষ চারের যুদ্ধে হায়দরাবাদের রক্ষণ ভাঙতে কৌশল বদলের ইঙ্গিত দিয়েছেন ফেরান্দো। লিগের খেলায় প্রথম পর্বে হায়দরাবাদকে হারাতে পারেনি সবুজ-মেরুন। তবে দ্বিতীয় লেগে হায়দরাবাদকে ২-১ গোলে হারান লিস্টন কোলাসোরা। ১২ মার্চ শনিবার সেমিফাইনালের প্রথম লেগে বাম্বোলিমে হায়দরাবাদের বিরুদ্ধে নামছে মোহনবাগান। শেষ চারে দ্বিতীয় লেগের খেলা ১৬ মার্চ। অন্য সেমিফাইনালে জামশেদপুর এফসি-র সামনে কেরালা ব্লাস্টার্স।
আরও পড়ুন-স্পিন বোলিংয়ের পতাকা-বাহক ছিলেন ওয়ার্ন, শ্রদ্ধা অশ্বিনের
আইএসএল সেমিফাইনাল
জামশেদপুর এফসি বনাম কেরালা ব্লাস্টার্স
(প্রথম পর্ব ১১ মার্চ, ফতোরদা)
(দ্বিতীয় পর্ব ১৫ মার্চ, তিলক ময়দান)
এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি
(প্রথম পর্ব ১২ মার্চ, বাম্বোলিম)
(দ্বিতীয় পর্ব ১৬ মার্চ, বাম্বোলিম)