কাল মিতালিদের সামনে নিউজিল্যান্ড

পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে প্রত্যাশার চাপ বাড়িয়ে ফেলেছেন মিতালি রাজরা। এই মোমেন্টামকে সঙ্গে নিয়েই কাল, বৃহস্পতিবার তাঁরা নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন।

Must read

হ্যামিলটন, ৮ মার্চ : পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে প্রত্যাশার চাপ বাড়িয়ে ফেলেছেন মিতালি রাজরা। এই মোমেন্টামকে সঙ্গে নিয়েই কাল, বৃহস্পতিবার তাঁরা নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন।
ভারতের মতোই আগের ম্যাচে জিতেছে নিউজিল্যান্ড। বৃষ্টি-বিঘ্নিত দ্বিতীয় ম্যাচে তারা বাংলাদেশকে হারিয়েছে নয় উইকেটে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে ৩ রানে।

আরও পড়ুন-‘সেরা বাবা’ বার্তা সন্তানদের

সেডন পার্কের এই ম্যাচে ভারত জিতলে বিশ্বকাপের গ্রুপ পর্বে অনেকটা স্বস্তিতে থাকবেন মিতালিরা। নিউজিল্যান্ড ম্যাচের আগে মেয়েদের ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে চতুর্থস্থানে নেমে গেলেন মিতালি। শীর্ষে অ্যালিসা হিলি। তাঁর থেকে একধাপ নিচে রয়েছেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং। তবে পাকিস্তান ম্যাচে চাপের মুখে ১২২ রানের পার্টনারশিপ খেলে শিরোনামে উঠে আসা পূজা ভস্ত্রকার ও স্নেহ রানা দু’জনেই ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন। পাক ম্যাচে নজর কাড়া স্নেহ জানিয়েছেন, তাঁর একসময় লক্ষ্য ছিল বিশ্বকাপে খেলা। সেটা হয়েছে। এখন তিনি চান অলরাউন্ডার হিসাবে দলের কাজে আসতে। স্নেহ পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ রানে নট আউট ছিলেন। পূজা করেছিলেন ৬৭ রান।

Latest article