হনুমানকে শিকলমুক্ত করল বন দফতর

লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল একটি হনুমান। খবর পাওয়ামাত্র দ্রুত ব্যবস্থা নিল প্রশাসন। রায়দিঘির বাহিরচকের ঘটনা

Must read

সংবাদদাতা, রায়দিঘি : লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল একটি হনুমান। খবর পাওয়ামাত্র দ্রুত ব্যবস্থা নিল প্রশাসন। রায়দিঘির বাহিরচকের ঘটনা। হনুমানটিকে শিকলমুক্ত করা হয়েছে। স্বাস্থ্যপরীক্ষা করার পর ছেড়ে দেওয়া হবে তাকে। জানা গিয়েছে, বেশ কয়েক মাস আগে বাহিরচক গ্রামের জনৈক ব্যক্তি হনুমানটিকে পোষার জন্য নিয়ে আসেন। কিন্তু তাকে রাস্তার পাশে শিকল দিয়ে বেঁধে রাখা হয় বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন-মেসি জাদুতেই ফাইনালে আর্জেন্টিনা

বন্যপ্রাণ আইনের বিরোধী এই ঘটনার কথা কানে গেলে সরব হন পরিবেশপ্রেমীরা। তাঁরাই খবর দেন বন দফতরে। খবর পেয়ে মথুরাপুর বিট অফিসের বনকর্মীরা এসে হনুমানটিকে উদ্ধার করেন। তাকে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতর সূত্রে খবর। পরিবেশপ্রেমী শুভ্রদীপ বৈদ্য জানান, ‘‘আইনবিরুদ্ধ এই ঘটনার কথা জানতে পেরে বারুইপুর বন দফতরের অফিসে যোগাযোগ করি। তাঁরা দ্রুত পদক্ষেপ করেন।”

Latest article