সুপ্রিম কোর্টে পিছোল ডিএ মামলার শুনানি, মামলা ছাড়লেন দুই বিচারপতি

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটানোর কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ৪ নভেম্বর শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য সরকার।

Must read

আজ সুপ্রিম কোর্টে ( Supreme Court ) ছিল ডিএ মামলার শুনানি। কিন্তু তার দিন আবার পিছোল। এমনকি মামলা ছাড়লেন দুই বিচারপতি। মামলার পরবর্তী শুনানি জানুয়ারির তৃতীয় সপ্তাহে।

আরও পড়ুন-হনুমানকে শিকলমুক্ত করল বন দফতর

বুধবার শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি ছিল। কিন্তু তার আগেই মামলা ছাড়েন বিচারপতি হৃষিকেশ রায় (Hrishikesh Ray) ও বিচারপতি দীপঙ্কর দত্ত (Dipankar Dutta)। কারণ হিসেবে বিচারপতি দীপঙ্কর দত্ত জানান, “আমি আসায় কর্মীদের মধ্যে অতি-উৎসাহ তৈরি হয়েছে, তাই এই মামলা আমি শুনব না”। সহমত প্রকাশ করেন বিচারপতি হৃষিকেশ রায়।

আরও পড়ুন-মেসি জাদুতেই ফাইনালে আর্জেন্টিনা

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটানোর কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ৪ নভেম্বর শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য সরকার। অন্যদিকে, বকেয়া DA নিয়ে আদালতের নির্দেশ মানেনি রাজ্য সরকার- এই অভিযোগে রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে রাজ্য সরকারি কর্মীদের ৩টি সংগঠন। এই পরিস্থিতিতে ৫ ডিসেম্বর হাইকোর্টে চলা অবমাননা মামলায় স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানির দিন দেওয়া বুধবার। কিন্তু বিচারপতির বেঞ্চ মামলা ছাড়ায় নতুন বেঞ্চে পরবর্তী শুনানি হবে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে।

Latest article