কয়েক ঘণ্টার অপেক্ষা, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে সেজে উঠছে মহানগর

বৃহস্পতিবার ১৩ই ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

Must read

বৃহস্পতিবার ১৩ই ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব( Kolkata International film festival)। এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে বসছে চাঁদের হাট। এবারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আজ মেঘালয় ছাড়ার আগে মুখ্যমন্ত্রী জানালেন এ বারের ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন। এছাড়া শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, রানি মুখোপাধ্যায়, কুমার শানু, অরিজিৎ সিং-ও উপস্থিত থাকবেন মঞ্চে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টে পিছোল ডিএ মামলার শুনানি, মামলা ছাড়লেন দুই বিচারপতি

নবান্ন সূত্রে খবর বৃহস্পতিবার দুপুরে কলকাতা এসে পৌঁছাবেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন,শাহরুখ খান। তিন বছর পর জাঁকজমক করে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। বিশেষ সম্মান জানানো হচ্ছে অমিতাভ বচ্চনকে। তাঁকে সম্মান জানিয়ে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে ঋষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত “অভিমান”। অমিতাভ বচ্চন অভিনীত আটটি ছবি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে।

আরও পড়ুন-হনুমানকে শিকলমুক্ত করল বন দফতর

৪২ টি দেশের মোট ১০৭৮-টি ছবি প্রদর্শিত হবে এ বারের কলকাতা চলচ্চিত্র উৎসবে। উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর পরিচালিত প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিশেষ অনুষ্ঠান আয়োজন করতে পারে। মূল মঞ্চে টলিউড থেকেও বেশ তারকাদের হাজির থাকার কথা।

Latest article