প্রতিবেদন : মধ্য এবং পশ্চিম আফ্রিকার ১১টি দেশে মাঙ্কিপক্স (Monkeypox Outbreak) মহামারীর মত ছড়িয়েছে। আগামী দিনে মাঙ্কিপক্সের সংক্রমণ আরও বাড়বে বলে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)। তবে স্মলপক্সের থেকে মাঙ্কিপক্স কম ক্ষতিকারক বলে হু জানিয়েছে। হু জানিয়েছে, ১৯৫৮ সালে প্রথম মাঙ্কিপক্স (Monkeypox Outbreak) ভাইরাস অস্ত্র ধরা পড়ে। তবে মানবদেহে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে ১৯৭০ সালে। তবে যে সমস্ত দেশে মাঙ্কিপক্স মহামারী আকারে ছড়িয়েছে সেই সমস্ত দেশগুলির বাইরেও সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। এক সপ্তাহের মধ্যে ২০০ জনেরও বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: নিজের প্রাণ দিয়েও দুই শিশুকে বাঁচানোর চেষ্টা
হু-র (World Health Organization) মহামারী রোগ বিশেষজ্ঞ সিলভি ব্রিয়ান্ড বলেছেন, আগামী দিনে মাঙ্কিপক্সের সংক্রমণ আরও দ্রুত ছড়াবে। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, সমকামীদের মধ্যেই এই ভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। মে মাসের শুরুতে ব্রিটেনে (Britain) প্রথম মাঙ্কিপক্সের অস্তিত্ব ধরা পড়ে। তারপর থেকে ব্রিটেনে এ পর্যন্ত ৯০ জনের বেশি আক্রান্ত হয়েছেন। স্পেনে (Spain) আক্রান্তের সংখ্যা প্রায় ১০০। পর্তুগালে (Portugal) আক্রান্তের সংখ্যা ৭৫। মূলত ৪০ বছরের কম বয়সিরাই এ দেশে বেশি আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্তরা বেশিরভাগই তিন থেকে চার সপ্তাহের মধ্যে সেরে উঠছেন। মৃত্যু হার মাত্র ৩-৬ শতাংশ। এখনও পর্যন্ত এই রোগের সুনির্দিষ্ট কোনও চিকিৎসা নেই। সংক্রমিতদের হাসপাতাল বা বাড়িতেই আলাদা রাখার কথাই বলা হয়েছে।
আরও পড়ুন: কয়লা সঙ্কট বাড়ার আশঙ্কা, মূল্যবৃদ্ধি ও আমদানি সমস্যার কথা উঠল বৈঠকে