প্রতিবেদন: শুক্রবার বৃষ্টিতে ভিজেছে মহানগরী। এই মর্মে হাওয়া অফিস জানিয়েছে, রবি এবং সোমবারের মধ্যে উত্তরের জেলাগুলিতে অর্থাৎ বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন হল ৭ জুন। বাংলায় এবার দেরিতে বর্ষার আগমন হচ্ছে। দক্ষিণেও ঢুকবে বর্ষা।
আরও পড়ুন-বসল নিখরচায় স্টেন্ট
আজ সকালে শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস কম। আজও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সকাল থেকে শহরে আংশিক মেঘলা আকাশ। কলকাতায় আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
আরও পড়ুন-সর্বদলীয় বৈঠক হল হুগলিতে পঞ্চায়েত ভোট
পূর্বাভাস রয়েছে ১০ থেকে ১৫ জুন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের সব জেলাতে। কোথাও ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ মঙ্গলবার পর্যন্ত চলবে।