মোরবি : হাইকোর্টের নজরদারিতেই তদন্ত

গুজরাতের মোরবিতে কেবল সেতু ভেঙে পড়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট।

Must read

প্রতিবেদন : গুজরাতের মোরবিতে কেবল সেতু ভেঙে পড়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে এই দুর্ঘটনার তদন্তে গুজরাত হাইকোর্টকে নজরদারি করার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। তদন্ত যাতে ঠিকঠাকভাবে হয় সে ব্যাপারে নজর রাখার জন্য হাইকোর্টকে পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।

আরও পড়ুন-ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১, জখম বহু

উল্লেখ্য, ৩০ অক্টোবর সন্ধ্যায় গুজরাতের মাচ্ছু নদীর উপর এই কেবল সেতুটি ভেঙে পড়লে প্রায় ১৪০ জন প্রাণ হারান। ওই সেতু দুর্ঘটনার তদন্তে উঠে এসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি হিমা কোহলির বেঞ্চ এক জনস্বার্থ মামলার শুনানিতে সোমবার জানিয়েছে, গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এক ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই সেতু দুর্ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। একাধিক নির্দেশও দিয়েছে হাইকোর্ট। তাই এ বিষয়ে নতুন করে হস্তক্ষেপের প্রয়োজন নেই। তবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় হাইকোর্টের যথাযথ নজরদারিতেই তদন্ত চলবে।

Latest article