ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১, জখম বহু

গত শুক্রবার ইন্দোনেশিয়ায় জোরালো ভূমিকম্প হয়েছিল। তবে শুক্রবারের কম্পনে তেমন বড় মাপের কোনও ক্ষয়ক্ষতি হয়নি

Must read

প্রতিবেদন : ভয়াবহ ভূকম্পন ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এই কম্পনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬১। আহত সাতশোরও বেশি মানুষ। অনেকেরই আঘাত অত্যন্ত গুরুতর। তাঁরা সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় জোরকদমে চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন-নারকোর আগে হতে পারে আফতাবের পলিগ্রাফি টেস্ট

ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে, সোমবার দুপুর দেড়টা নাগাদ এই কম্পন অনুভূত হয়। কম্পনের পর বেশ কয়েকবার আফটারশকেও কেঁপে উঠেছে মাটি। কম্পনের জেরে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একের পর এক কাঁচা বাড়ি। বহু পাকা বাড়ি ভেঙে পড়েছে এবং অনেক বাড়িতে ফাটল ধরেছে। কম্পনের উৎসস্থল পশ্চিম জাভার সিয়ানজুর শহর। কম্পনের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। রাজধানী জাকার্তা, লেমব্যাং, বানদুং সহ একাধিক এলাকায় প্রবল কম্পন অনুভূত হয়। কম্পনের পর নয়বার আফটারশক অনুভূত হয়েছে প্রতিটি আফটারশকের তীব্রতা ছিল রিখটার স্কেলে তিন থেকে চার মাত্রার মধ্যে।

আরও পড়ুন-যোগীরাজ্যের ঘটনা, খুনের পর প্রাক্তন বান্ধবীর দেহ ছ’টুকরো করল যুবক

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। উদ্ধারকারীদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উল্লেখ্য, গত শুক্রবার ইন্দোনেশিয়ায় জোরালো ভূমিকম্প হয়েছিল। তবে শুক্রবারের কম্পনে তেমন বড় মাপের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

Latest article