নারকোর আগে হতে পারে আফতাবের পলিগ্রাফি টেস্ট

এই পরীক্ষা হলে তবেই দশদিনের মধ্যে করা হবে নারকো টেস্ট। গুপ্তা আরও জানিয়েছেন, আদালতের নির্দেশেই আফতাবের নারকো টেস্ট হচ্ছে

Must read

প্রতিবেদন : শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় অভিযুক্ত আফতাব পুনাওয়ালার নারকো টেস্ট সোমবার হল না। ফরেনসিক ল্যাবরেটরির সহকারী ডিরেক্টর সঞ্জীব গুপ্তা জানান, নারকো টেস্টের আগে আফতাবের পলিগ্রাফি টেস্ট হবে। এজন্য আফতাবের সম্মতি নেওয়া প্রয়োজন। বিষয়টি আফতাবকে জানানো হয়েছে।

আরও পড়ুন-যোগীরাজ্যের ঘটনা, খুনের পর প্রাক্তন বান্ধবীর দেহ ছ’টুকরো করল যুবক

এই পরীক্ষা হলে তবেই দশদিনের মধ্যে করা হবে নারকো টেস্ট। গুপ্তা আরও জানিয়েছেন, আদালতের নির্দেশেই আফতাবের নারকো টেস্ট হচ্ছে। তাই এই ব্যাপারে সব ধরনের প্রস্তুতি নেওয়ার জন্য ফরেনসিক ল্যাবরেটরির ডিরেক্টর তাঁদের নির্দেশ দিয়েছেন। এদিকে এদিন পুনম বিদলানি নামে শ্রদ্ধার পরিচিত এক সমাজকর্মী জানিয়েছেন, আফতাব তার বান্ধবীকে আমিষ খেতে জোর করত। খেতে না চাইলে তাকে বেধড়ক মারধরও করা হত। এজন্য শ্রদ্ধা আফতাবের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতেও চায়। কিন্তু আফতাবের মা-বাবা তাকে শেষ পর্যন্ত নিরস্ত করেন।

আরও পড়ুন-রাজস্থানে একই পরিবারের ছ’জনের দেহ উদ্ধার

শ্রদ্ধার ওই বান্ধবী জানিয়েছেন, গুরুতর জখম শ্রদ্ধা একবার তাঁর কাছেও চলে এসেছিলেন। সে সময় শ্রদ্ধার গলা, ঘাড় ও কপালে ছিল গভীর ক্ষত। শ্রদ্ধার আশঙ্কা ছিল আফতাব কোনওদিন তাঁকে মেরে ফেলতে পারে। শ্রদ্ধা ও আফতাব ছিল সম্পূর্ণ বিপরীত চিন্তাধারার মানুষ। শুধুমাত্র আফতাবের মা-বাবাই শ্রদ্ধাকে তাঁদের ছেলের সঙ্গে থাকতে রাজি করিয়েছিলেন।

Latest article