রাজ্যে আরও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট

Must read

প্রতিবেদন : রাজ্যে (West Bengal) আপৎকালীন ও জরুরি চিকিৎসা (Critical Care unit) ব্যবস্থার মানোন্নয়নে স্বাস্থ্য দফতর বেশ কয়েকটি মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালে বিশেষ ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। হাওড়া জেলা হাসপাতাল এবং আসানসোল জেলা হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার (Critical Care unit) ব্লক তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বারাসত স্টেট হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি করা হবে। মরণাপন্ন রোগীদের সুলভ মূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে এই ব্লকে। অত্যাধুনিক মানের তৈরি করা হবে এই ক্রিটিক্যাল কেয়ার ব্লক। যেখানে আইসিইউ, এইচডিইউ, নিউবর্ন ক্রিটিক্যাল কেয়ার, মেটারনিটি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থাকবে। পাশাপাশি থাকবে সিটি স্ক্যানের সুবিধাযুক্ত রেডিওলজিও।

আরও পড়ুন- গদ্দারের মিথ্যাচার, ধুয়ে দিল তৃণমূল

Latest article