চাকরি দুুর্নীতির আরও তথ্য উদয়নের

মঙ্গলবার বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের নামের তালিকা দিয়ে তিনি সরাসরি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে কাঠগড়ায় তুললেন

Must read

প্রতিবেদন : বাম আমলে নিয়োগ দুর্নীতি নিয়ে ফের বিস্ফোরক মন্ত্রী উদয়ন গুহ। মঙ্গলবার বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের নামের তালিকা দিয়ে তিনি সরাসরি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে কাঠগড়ায় তুললেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উদয়ন লিখেছেন, আজ সেলিমের জন্য। এই তালিকায় সবাই তৃতীয় বিভাগে উত্তীর্ণ। আর এরাই বাম জমানার প্রাথমিক শিক্ষক।

আরও পড়ুন-বন্ধ রাষ্ট্রায়ত্ত এমএএমসি-র কোয়ার্টার, প্রাক্তন কর্মীদের লিজ দেবে এডিডিএ

এর পাশাপাশি সুজন চক্রবর্তীর গোপন চিরকুট প্রকাশ্যে এসেছে। প্রয়াত সিপিএমের পরিবহণমন্ত্রী সুভাষ চক্রবর্তীকে লেখা চাকরির সুপারিশ। আর একটি চিঠি মিলেছে তৎকালীন আপ্তসহায়ক নিখিল পালকে লেখা। অর্থাৎ বাম জমানায় যে চিরকুটে বেআইনিভাবে চাকরি হত তার প্রমাণ আরও মিলল। মন্ত্রী উদয়ন গুহ ফেসবুকে লেখেন, আজ সেলিমের জন্য, এরা সবাই তৃতীয় বিভাগে পাশ করে প্রাথমিক শিক্ষকের চাকরি করেছেন। সনাতন সাহা, বিমল দাস, অঞ্জলি সেন, মলয় রায়, মলয় গুহ নিয়োগী। বাম আমলে বেআইনি চাকরি একের পর এক খতিয়ান প্রকাশ্যে আনার হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

আরও পড়ুন-২১৫০ রাস্তা নির্মাণ, সংস্কারে ৫৯৭ কোটি

এরপর নেতা সুজন চক্রবর্তীর দিকে প্রশ্ন ছুঁড়ে বাম জমানার দুর্নীতি সংক্রান্ত পোস্ট করেন উদয়ন। যেখানে লেখেন, সুজনবাবু কোটায় চাকরি হত না? তবে এরা কি করে চাকরি পেয়েছিল? অঞ্জলি সেন, শুক্লা সরকার, বুদ্ধদেব রায়, বিশ্বনাথ রায়, মলয় রায়। এবার তাঁর অভিযোগের তির সেলিমের দিকে। পরিবহণ দফতরে চাকরি করে দেওয়ার জন্য লেটারহেডে দুটি চিরকুট লিখেছিলেন সুজনবাবু। সুজন চক্রবর্তীর পাঠানো চিঠিতে সুভাষ চক্রবর্তীকে লিখছেন, কমরেড সুভাষ চক্রবর্তী, আশা করি ভাল আছেন। পত্রবাহককে পাঠালাম। ভাল ছেলে। মগরাহাটের পার্টি পরিবারের সদস্য। পুলকারের জন্য। যদি দেখে নেন ভাল হয়। খুবই ভাল ছেলে। নিচে সুজনবাবুর সই সহ তারিখ ০৫.০৫.০৭। আসলে এইসব দুর্নীতি সামনে আসতেই মুখ ঢাকছে সিপিএম।

Latest article