মহাব্রিগেড : হবে ৫০০-র বেশি সভা-মিছিল

বৃহস্পতিবার থেকে বাংলা জুড়ে শুরু হচ্ছে মহাব্রিগেডের জন্য ৫০০-র বেশি প্রস্তুতি সভা, মিছিল, সাংগঠনিক বৈঠক-সহ একাধিক কর্মসূচি।

Must read

প্রতিবেদন : আগামী ১০ মার্চ জনগর্জন সভা। এই মহাব্রিগেডের প্রস্তুতির জন্য এবার সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার থেকে বাংলা জুড়ে শুরু হচ্ছে মহাব্রিগেডের জন্য ৫০০-র বেশি প্রস্তুতি সভা, মিছিল, সাংগঠনিক বৈঠক-সহ একাধিক কর্মসূচি।

আরও পড়ুন-বাঁকুড়ায় জনপ্লাবনে ভাসলেন জননেত্রী

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেডে হবে জনগর্জন সভা। সেখানে বাংলার প্রত্যেক প্রান্ত থেকে মানুষের রেকর্ড সংখ্যক উপস্থিতি নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকেই রাজ্যের ব্লকে-ব্লকে পথে নামবে দলীয় নেতৃত্ব। ৯ মার্চ পর্যন্ত কলকাতার প্রতিটি ওয়ার্ড-সহ রাজ্যের প্রতিটি ব্লকেই উঠবে ব্রিগেড চলার ডাক। মিছিলের পাশাপাশি হবে পথসভা ও কর্মী সম্মেলনও। রাজ্য জুড়ে এই মিছিলের নেতৃত্বে থাকবেন দলের সাংসদ-বিধায়ক-মন্ত্রীরা। বুধবার পথসভা ও কর্মী সম্মেলনগুলিতে বক্তব্য রাখার জন্য মোট ৭০ জনের একটি তালিকা তৈরি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনপ্রাপ্ত সেই তালিকায় রয়েছেন বিশিষ্ট তারকা থেকে শুরু করে দলের সাংসদ, বিধায়ক, পুর-প্রতিনিধি, মুখপাত্র ও অন্যান্য শীর্ষ নেতৃত্বরা। পাশাপাশি, মিছিল চলাকালীনই জনগর্জন সভার ৬০ লক্ষেরও বেশি পোস্টার লাগানো হবে রাজ্যের প্রতিটি কোনায়।

Latest article