৭০ দিনে ৯ লক্ষেরও বেশি রোগীর রেজিস্ট্রেশন সেবাশ্রয়ে

Must read

প্রতিবেদন : ৭০ দিন কাটিয়ে শেষ হল সেবাশ্রয়ের  (sebaashray) মূল শিবির। বৃহস্পতিবার মহেশতলার শিবিরগুলি শেষ হয়। এখানেই চলছিল শেষ পর্যায়ের শিবির। এরপর ১৬ থেকে ২০ তারিখের মধ্যে মেগা শিবিরের আয়োজন হচ্ছে। ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায় জানান, বৃহস্পতিবার পর্যন্ত ৯ লক্ষ ৬৬ হাজার ২২৬ জন রোগী শিবিরে রেজিস্ট্রেশন করিয়েছেন। ৭ হাজার ১১৭ জনের দুয়ারে পৌঁছেছে স্বাস্থ‌্য পরিষেবা। ৬ হাজারেরও বেশি রোগীর নানা পরীক্ষা হয়েছে। সাড়ে ৮ হাজারের উপর রোগীকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। ৪৪ জনকে চিকিৎসার জন‌্য অন‌্যত্র রেফার করা হয়েছে। ৫০ জনকে শোনা ও দেখার জন্য আধুনিক যন্ত্র দেওয়া হয়েছে। নেক্সট হিয়ারিং অডিওলজি নামের শ্রবণযন্ত্র দেওয়া হয়েছে। এর আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য মোল্ডিং সম্পন্ন হয়। ইয়ার মোল্ডগুলি উচ্চমানের সিলিকন দিয়ে তৈরি, যা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তা যাদের দেওয়া হচ্ছে, তাদের সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য দেয় এবং তাতে তাঁরা স্পষ্ট শুনতে পান। সব ক’টি যন্ত্রের পিছনে খরচ হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। শিবির শেষ হওয়ার পর অভিষেক এক্স হ‌্যান্ডেলে এ নিয়ে লিখেছেন, কী দারুণ একটা অভিজ্ঞতা, কী দারুণ অদ‌ম‌্য একটা জার্নি।

আরও পড়ুন-শেখ হাসিনার বিদায়ের পর বেআইনি অনুপ্রবেশ বৃদ্ধি, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

Latest article