প্রতিবেদন : রাজধানী দিল্লি থেকে গ্রেফতার হল ‘মোস্ট ওয়ান্টেড’ আইসিস জঙ্গি মহম্মদ শাহনাওয়াজ ওরফে শফি উজামা। দীর্ঘদিন ধরে জাতীয় তদন্তকারী সংস্থার তালিকায় নাম ছিল এই কুখ্যাত জঙ্গির। সোমবার সকালেই এই জঙ্গিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
এই জঙ্গির খোঁজে দীর্ঘদিন ধরেই কাজ করছিল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। আইসিস জঙ্গি শাহনওয়াজের মাথার দাম তিন লাখ টাকা ধার্য করেছিল এনআইএ। রাজধানী-সহ অন্যত্র বড়সড় নাশকতা চালানোর চেষ্টা করা হচ্ছে এই খবর পেয়েই তাকে হাতে পেতে মরিয়া হন গোয়েন্দারা। শাহনাওয়াজের গোপন ডেরার খবর মেলে। শেষপর্যন্ত সোমবার এনআইএ গোয়েন্দাদের সহযোগিতায় শাহনওয়াজের খোঁজ শুরু করে দিল্লি পুলিশের সন্ত্রাস দমন শাখা। গোটা রাজধানী এলাকা আঁতিপাঁতি করে খুঁজে শেষে শাহনওয়াজের খোঁজ মেলে। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় তাকে।
আরও পড়ুন-জঙ্গল সাফারিতে বাতিল পুরনো জিপসি
গোয়েন্দা সূত্র জানাচ্ছে, দিল্লি ও সংলগ্ন এলাকায় বড়সড় নাশকতার ছক কষছিল ইসলামিক স্টেট। এর মধ্যে দিল্লি ও পুণের জঙ্গি মডিউলের মাথা ছিল এই শাহনওয়াজ। নাশকতার পরিকল্পনা করা থেকে অস্ত্রশস্ত্র মজুত করা, সবই ছিল তার দায়িত্বে। শাহনাওয়াজ পেশায় ইঞ্জিনিয়ার। পরে আইসিস জঙ্গি দলে নাম লেখায়। পুণে মডিউলের মাথা হয়ে ওঠে সে। এর আগে পুণেতে ধরা পড়েছিল শাহনওয়াজ। কিন্তু পুলিশের নাগাল গলে পালিয়েছিল। তারপরেই খবর আসে দিল্লিতে গা ঢাকা দিয়ে রয়েছে কুখ্যাত আইসিস জঙ্গি। রবিবার থেকেই দিল্লি ও তার আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করে দিল্লি পুলিশের সন্ত্রাস দমন শাখা। শাহনওয়াজ ছাড়াও রিজওয়ান আব্দুল হাজি আলি এবং আবদুল্লা ফৈয়াজ শেখ নামে আরও দুই আইসিস জঙ্গিও ছিল পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি তালিকায়।
আরও পড়ুন-সাত বছরের প্রসাদ গড়ছে দুর্গা প্রতিমা
এনআইএ গত কয়েকদিনে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায় তল্লাশি চালিয়েছিল। তাতে বিপুল সংখ্যক পিস্তল, গোলা-বারুদ উদ্ধার হয়েছে। ‘পুণে আইসিস মডিউল’ মামলায় এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে এনআইএ। তাদের জেরা করে জানা গিয়েছে, পুণেতে একটি বাড়ি ভাড়া নিয়ে কাজ করত তারা। সেখানে আইইডি অ্যাসেম্বল থেকে শুরু করে বোমা তৈরির ওয়ার্কশপও ছিল! ‘মোস্ট ওয়ান্টেড’ এই তিনজন সেই ওয়ার্কশপে অংশ নিয়েছিল। এমনকী আইইডি পরীক্ষার জন্য নিয়ন্ত্রিত বিস্ফোরণও ঘটিয়েছিল বলেও দাবি। শেষমেশ দিল্লির স্পেশ্যাল সেলের জালে ধরা পড়ল সেই চক্রেরই অন্যতম জঙ্গি।