মতিঝিলে সার্কিট ট্যুরিজম

Must read

কল্যাণ চন্দ্র, বহরমপুর : এক সময়ের নবাবি শহর লালবাগের বহু প্রাচীন ঐতিহ্যময় মতিঝিলটির দায়িত্ব জেলার হাত থেকে হস্তান্তরিত হয়ে গেল পর্যটন বিভাগের হাতে। বুধবার বহরমপুর সার্কিট হাউসে রাজ্যের পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে জানান, রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ জেলা ঐতিহাসিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। ফলে এই জেলার ঐতিহাসিক এলাকাগুলিকে নিয়ে একটি সার্কিট ট্যুরিজম করার চিন্তাভাবনা করছে পর্যটন বিভাগ। এতদিন লালবাগের মতিঝিল-এর পরিচিতি ছিল ‘প্রকৃতিতীর্থ’ নামে। মতিঝিলের বিশাল এলাকা জুড়ে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন-সহ পার্ক। রক্ষণাবেক্ষণ-সহ সবরকমের দায়িত্ব ছিল জেলা প্রশাসনের হাতে। সার্কিট ট্যুরিজম গড়ে তেলার লক্ষ্যে দায়িত্ব হস্তান্তর করা হল পর্যটন বিভাগের উপর। পাশাপাশি লালবাগের ওয়াসিফ মঞ্জিলকেও বুটিক হোটেল করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান নন্দিনী চক্রবর্তী। তিনি বলেন, জেলায় পর্যটকদের জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে রাজ্যের পর্যটন বিভাগ। শিল্পপতিদের নিয়ে এসে জেলার পর্যটন মানচিত্রের সার্বিক উন্নতি ঘটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবারই লালবাগের হাজারদুয়ারি, ওয়াসিফ মঞ্জিল ও মতিঝিল পরিদর্শন করেন পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী-সহ মুর্শিদাবাদের জেলাশাসক ও অন্য প্রশাসনিক আধিকারিকরা।

Latest article